আমাদের কথা খুঁজে নিন

   

একটি গুরুত্বপূর্ণ এড-অন/ এক্সটেনশন

বর্তমান সময়ের জনপ্রিয় দুটি ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স আর গুগুল ক্রোম। টপ রিভিউস এ ক্রোম কে বলা হচ্ছে ১ নং আবার শতকরা ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে মজিলা ১ নং এ। ইন্টারনেট এক্সপ্লোরার এর কথা আর নাই বা বললাম। জনপ্রিয় এই দুটি ব্রাউজার এর খুব দরকারী এবং মজার একটি এড-এন/এক্সটেনশন নিয়ে লিখব। প্রায়ই ফেসবুক, ইউটিউব, মেটাক্যাফে ইত্যাদি ইত্যাদি সাইটগুলো থেকে ভিডিও অথব অডিও ডাউনলোড করার প্রয়োজন হয়।

অনেকেই আমরা আলাদা ডাউনলোডার ইউজ করি এক্ষেত্রে। অথচ খুব সহজেই এ কাজটা এই দুটি ব্রাউজার করা যায়। মজিলাঃ ভিডিও ডাউনলোড হেল্পার - এই এড-অন টি ইন্সটল করলে পেজ এ যতো অডিও বা ভিডিও ফাইল পাবে সে ক্যাপচার করবে। শুধুমাত্র ক্লিক করেই আপনি ডাউনলোড করে নিতে পারেন যেকোনো ভিডিও অথবা অডিও। ক্রোমঃ ওয়েব ভিডিও ফেচার - এই এক্সটেনশনটির মাধ্যমে সরাসরি যেকোনো লিঙ্ক দিয়ে দিলে ডাউনলোড করে নেয়া যাবে।

এর চেয়ে ভাল এক্সটেনশন খুঁজে দেখছি। আপডেট করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.