আমাদের কথা খুঁজে নিন

   

উন্মত্ত ভালোবাসা

উন্মত্ত ভালোবাসা - যাযাবর জীবন হৃদয়ে জ্বালিয়েছ ঘৃণার আগুন শরীর জ্বলবেই আগে বোঝনি? ঝড়ো হাওয়া উড়িয়েছ খোলা চুল আঁচল সামলাও এখনই উড়ে যাওয়ার আগে; কামনার আগুন খেলায় মেতেছ শরীরের অঙ্গারে ভয় কি? বিসর্জনে ভালোবাসা কামনায় মত্ত মথ অনুতাপে একদিন পুড়বেই। ভেসে যাবে দিবাস্বপ্ন অন্ধকারের বুক চিরে যৌবনের প্রান্তরে; হায়েনার দল খুবলে খাবে কামনা মত্ত শরীর উল্টোপথে ধরবে হাঁটা; শকুনের দল উড়ে যাবে ডানা মেলে রক্তমাখা ঠোঁটে; পড়ে রইবে শুধুই দেহাবশেষটুকু যৌবনের সমাপ্তিতে। বালুচরি অন্ধকারে যখন রইবে না কেও পাশে আমাকে ডেকো সেদিন বুকে তুলে নেব অসাড় দেহ ঠিক আগের মত ভালোবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।