আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট নোংরা রাজনীতির খেলায় উন্মত্ত

আপনার আগমন শুভ হোক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলী জাতিকে আতংকিত করে তুলছে। ভিসির পদত্যাগ নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দিচ্ছে কতিপয় ছাত্রও। কিন্তু কেন? ভিসির বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ যদি থাকে সেটি কি সমাধান যোগ্য নয়? একজন ভিসির জন্য একটা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে? দেশের সবচেয়ে মেধাবী ছেলে-মেয়েরা এ বিদ্যাপীঠে পড়াশোনা করে। কিন্তু এ আমরা কি দেখছি? তারা রাস্তায় কেন? তারা কি নোংরা রাজনীতির শিকার? আমরা বুয়েটকে নোংরা রাজনীতির থাবা থেকে মুক্ত দেখতে চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে যত আন্দোলন বিশ্বের আর কোথাও আছে কি না আমার জানা নেই। কেউ সরকারী কোন প্রতিষ্ঠান একটু কঠোরভাবে চালাতে গেলই তার বিরুদ্ধে আন্দোলন হবে এ দেশে। এ কারনে সরকারী কোন প্রতিষ্ঠানই ভালোভাবে চলছে না বলে আমার মনে হয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।