আমাদের কথা খুঁজে নিন

   

সাহসী উচ্চারণ

আমি শব্দভূক পদ্য ব্যবসায়ী নই আমি মানবতার কবি অসাধু ধর্মপ্রাণ আমি হতে চাই না ধর্মের ধুঁয়া তোলে যারা রাজনীতির ময়দানে আনে বিতর্কের উত্তপ্ত ঝড় তাদের জানাই শত সহস্র ধিক্কার। কল্পনার রাজ্যে আমি করি না বসবাস কবিতায় শৈল্পিক সুষমা নেই আমার হয়তো ছন্দের অদক্ষ কারিগর তবু আমি সাহসী সামনে পথ চলার উজ্জীবিত হয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করার। আমি হতে চাই না ভূঁইফোড় রাজনীতিবিদ যাদের কাছে জাতির অস্তিত্ব জিম্মি সেই সব লম্পটদের রাজনৈতিক ইশতেহার ছুঁড়ে ফেলি আমি নালা নর্দমায়। সাধারণ জনতা যদি করে সেগুলো বিশ্বাস নির্ঘাত হবে তাদের আশু সর্বনাশ। আমি বিপ্লবী, বিক্ষুব্ধ সৈনিক আমি গান গাই মানবসত্তার নেই আমার তথাকথিত গডফাদার মসীই আমার একে-৪৭ রূপী তলোয়ার ঘাতকচক্র পথ খুঁজবে পালিয়ে যাবার আমি হতে চাই কবি মানবতার আমি গান গাই একান্ত মানবসত্তার আমি সাহসী সামনে এগিয়ে যাবার। ১৮।১০।০২, সারিকাইত, সন্দ্বীপ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।