আমাদের কথা খুঁজে নিন

   

সাহসী

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

সাহসী আমার বাসা যে পাড়াতে তারই মোড়ের কাছে, দুইটি কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আছে। একটি পাকা বাড়ি আছে দুই গাছেরই ফাঁকে, সেই বাড়িতে খুব সাহসী একটি মানুষ থাকে। অন্ধকারে থাকতে পারেন ভুতের গল্প শুনে। পাগল দেখেও ভয় পান না নিজ সাহসের গুণে।

নাদুস নুদুস স্বাস্থ্য যে তাঁর দেখতে বড় বীর, তাকে সদাই এড়িয়ে চলে সকল কুস্তিগীর। লম্বা কোনো তাল গাছেতে চড়তে তিনি পারেন, দেখলে কোথাও ডাকাত তিনি নিজেই আগে বাড়েন। তুড়ি মেরে উড়িয়ে দেন সকল অভিশাপকে। ভয় পান না দেখলে কোথাও হাতি, কুমীর, সাপকে, ভয় পান না সিংহ তিনি, ভয় পান না বাঘ। শীতেও যে তার নেই কোনো ভয়, যখন আসে মাঘ।

নিজের যদি পাওনা থাকে নেন তিনি তা কেড়ে, তার ভয়েতেই দুই মাস্তান গেলো পাড়া ছেড়ে। তাকে দেখে কামড় দিতে আসলে কোনো কুকুর, দৃষ্টি দিয়েই করেন কাবু, লাগে না তার মুগুর। সরকারী এক কর্মী নাকি চাওয়ার পরে ঘুষ খেয়ে যে তার রামধমকটি হারিয়েছিলো হুশ। দেখলে তাকে ভয়ে কাঁপে সকল বুড়ো খোকা, পায়ের আওয়াজ শুনলে পালায় ঘরের যত পোকা। ভয় পান না মশা, মাছি, ভীমরুল বা মৌকে, ভয় শুধু পান ভীষণ তেজী নিজের আপন বৌকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।