আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

কেভিন পিটারসেনের টানা দ্বিতীয় শতকের সুবাদে চতুর্থ ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ৪ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে হোয়াইশওয়াশের ষোলকলা পূর্ণ করেছে। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অ্যলিস্টার কুকের দল। টেস্টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল পাকরা। সেটাই যেন বুমেরাং হয়ে ফিরে এল। ইংলিশরা তাদের টেস্টের বদলাটা খুব ভাল করেই নিল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে পাকিস্তান। জবাবে ৪৯ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা। পঞ্চম উইকেটে ক্রেস কিসওয়েটারের (৪৩) সঙ্গে পিটারসেনের ১০৯ রানের দারুণ এক জুটির সুবাদে খেলায় ফেরে ইংল্যান্ড।

ষষ্ঠ উইকেটে সমিত প্যাটেলের (অপরাজিত ১৭) সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে পিটারসেন (১৩০) সাজঘরে ফেরার সময় ইংল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপার। পিটারসেনের ১৫৩ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা। এটি একদিনের ক্রিকেটে তার নবম শতক। ৬২ রানে ৩ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার। এর আগে দ্বিতীয় উইকেটে আজহার আলী (৫৮) ও আসাদ শফিকের (৬৫) ১১১ রানের জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়।

তবে এর পর অধিনায়ক মিসবাহ-উল-হক (৪৬) ছড়া আর ত্রিশের কোঠায়ও পৌঁছাতে পারেননি। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে জাদে ডেরনবাচ ইংল্যান্ডের সেরা বোলার। দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।