আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের নেতৃত্বে ওয়ানডে দল

চট্টগ্রাম টেস্টে আঙুলে আঘাত পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে মুশফিকের অনুপস্থিতিতে অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। তবে ইনজুরি থেকে ফিরে আসায় লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের ভূমিকা পালন করবেন মুশফিকুর রহিমই। গতকাল মুশফিকের নেতৃত্বাধীন ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে আরাফাত সানির ওয়ানডে অভিষেকটাও হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষেই! ইনজুরি আক্রান্ত আব্দুর রাজ্জাকের বিকল্প হিসেবেই তাকে রাখা হয়েছে ওয়ানডে দলেও।

লঙ্কানদের বিপক্ষেই টি-২০তে অভিষেক ঘটেছে তার। গত দুটি টি-২০তে তিন উইকেট শিকার করে নির্বাচকদের আস্থা ধরে রেখেছেন তিনি। তাছাড়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ১৯.১৩ গড়ে তিনি গত মৌসুমে শিকার করেছেন ২৯ উইকেট। সবমিলিয়ে আরাফাত সানিকে দলে রেখেছেন নির্বাচকরা। ওয়ানডে দলে আছেন মাশরাফি মুর্তজাও।

পেসার হিসেবে সঙ্গে থাকছেন রুবেল ও শফিউল ইসলাম। ইনজুরি থেকে মুক্ত হওয়ায় শফিউলকে দলে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত সিরিজে গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন শফিউল। এদিকে এনামুল ও নাঈমের উপরও আস্থা রাখছেন নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে গত সিরিজে নাঈম দুটি ফিফটি করেছিলেন।

এছাড়া দেশীয় ক্রিকেটেও নাঈমের দারুণ রেকর্ড রয়েছে।

এদিকে নির্বাচকরা বিস্ময়করভাবেই তামিম ইকবালকে সহঅধিনায়ক রেখেছেন। কিছুদিন আগে তামিম টি-২০ সিরিজে সহঅধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বাংলাদেশ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানদের সঙ্গে। টেস্ট ও টি-২০ সিরিজে হারের পর টাইগারদের সামনে এখন একমাত্র সুযোগ ওয়ানডে সিরিজ জিতে নিজেদেরকে এশিয়া কাপের জন্য প্রস্তুত করা।

শ্রীলঙ্কা অবশ্য বাংলাদেশ সফর শেষ করেই দেশে ফিরতে পারছে না। তাদেরকে খেলতে হবে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ। ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।

স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল আমিন হোসেন, নাঈম ইসলাম ও শফিউল ইসলাম।

 

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.