আমাদের কথা খুঁজে নিন

   

গনজাগরন মঞ্চ, ঘাতক দালাল নির্মুল কমিটি ভুল করছে।

http://www.facebook.com/makeupclasskormuken হেফাজতে ইসলাম এর দাবি ইসলাম বিদ্দেশি দের বিচার করা। গনজাগরন মঞ্চ এর দাবি যুদ্ধাপরাধীদের বিচার। ঘাতক দালাল নির্মুল, সেক্টর করান্ডার্স ফোরাম এর দাবিও যুদ্ধাপরাধীদের বিচার। হেফাজতে ইসলাম আবার বলছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার এর বিরুদ্ধে না এবং আমরা কোন রাজনৈতিক দাবিও জানাচ্ছি না। তাদের দাবি সম্পুর্ন অরাজনৈতিক।

তাইলে আমার প্রশ্ন গনজাগরন মঞ্চ, ঘাতক দালাল নির্মুল কমিটি, সেক্টর করান্ডার্স ফোরাম; এদের সাথে হেফাজতে ইসলাম এর বিরোধটা কই? কোন Anti Islamic group থাকলে তাদের সাথে হেফাজতে ইসলাম এর বিরোধ হইতে পারে। হেফাজতে ইসলামতো শুধু বলতেছে ইসলাম বিদ্দেশি দের বিচার করতে। তারাতো বলতেছে না যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা হোক। গনজাগরন মঞ্চ, ঘাতক দালাল নির্মুল কমিটি, সেক্টর করান্ডার্স ফোরাম হেফাজতে ইসলাম এর কর্মসূচিকে প্রতিহত করার ঘোষনা দেওয়াতে পাবলিক এর কাছে সিগনাল(ভুল ভাবে হক আর সঠিকভাবে হোক) যাবে এরা সবাই ইসলাম বিদ্দেশি তাই তারা হেফাজতে ইসলাম এর আন্দোলন প্রতিহত করার ঘোষনা দিছে। এতে গনজাগরন মঞ্চ সহ অন্য সংগঠন এর আরো image crisis দেখা দিতে পারে যার ফলে মানুষ এর কাছে তাদের গ্রহনযোগ্যতা আরো কমবে।

কারন বাংলাদেশ এর মানুষ ধর্মের ব্যাপারে খুবই স্পর্শকাতর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.