আমাদের কথা খুঁজে নিন

   

প্রানের বাংলা

একা আমার জীবন ও বাঙালী, আকাশ কাপিয়ে কাঁদো, বাতাসের বুকে ফেলো তোমার দীর্ঘশাস। আজ যে তোমার ভাইয়ের, ভাষার জন্যে গর্জে ওঠার দিন। যে তোমায় দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কন্ঠ তোলার সাহস। তুমি ধর তাদের কন্ঠ চেপে, যারা ভাষাকে করে বিকৃত, তোমার ভাইকে করে অপমান। তুমি কি শুনতে পাওনা সেই গুলির আওয়াজ, যা বরকতের বুক চিরে বেরিয়ে যায়। দেখতে পাওনা সেই রক্ত, যা রাজপথ করেছিল রঙিন। তুমি তাদের স্মরণ করো আর একবার, হৃদয় দিয়ে। তুমি বাঙলায় করো চিৎকার, তুমি প্রানে আন বাঙলা। তুমি বাঙলায় আন প্রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।