আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষুব্ধ প্রানের কবিতা ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । নিরীহ-নিরস্ত্র জনগনে হানাদার ঢঙ্গে সাড়াশি আক্রমন রাতের আঁধার ফুড়ে বিরামহীন গুলির তোড়ে নারকীয় যজ্ঞসাধন । কাপুরুষের ন্যায় অভিযান রচনে সাফল্যের আনন্দে ভেসে নয়নে-বদনে চিকচিক করে খুশীর রেনু, হাঁপছাড়া আবেশে । সশস্ত্র-সুশিক্ষিত বাহিনীর সম্মুখে অসহায় পরিশ্রান্ত জনতা বন্দুকের নল অভিমুখে পাথর ছুড়ে প্রতিরোধ রচনা-গাঁথা ।

কেবলই বিশ্বাসের বলে বলীয়ান হয়ে লড়ে যাওয়া সাধ্যমত অসম লড়াইয়ে দিগ্বিধিক শুন্যজ্ঞানে তবু বিশ্বাসের জোর চির অক্ষত । নৃশংস গনহত্যা সমর্থনে যুক্তির মেলা সাজায় সুবিধাভোগী সজ্জনেরা মিথ্যা সংবাদ প্রদর্শনে সংকোচহীন, সত্যের শপথ নেয়া সাংবাদিকরা । জঘন্য আচরনে ঘৃন্য পরিবেশনায় রক্তের হোলিখেলা মধ্যরাতের পর মাজলুমের আর্তনাদে কম্পিত, শহীদের রক্তে রঞ্জিত মতিঝিল শাপলা চত্ত্বর । ফ্যাসিবাদী চেতনে সত্য প্রচারে বাঁধা, সত্য গুপ্ত মিথ্যার ছায়ায় অত্যাচারীর অভিলাষ পূরনে সহযোগিতা সাধন, সত্যকে মিথ্যায় চাপায় । বর্বরোচিত হত্যাযজ্ঞ অবলীলায় অস্বীকারে অত্যাচারীর দম্ভোক্তি শুনি অত্যাচারীর দোসর প্রস্তুত সত্য ধামাচাপায় ; করে অত্যাচারীর জয়ধ্বনি ।

সত্য কভু চাপা থাকে না, সত্য সে আপন আলোয় প্রকাশ হবেই সাবধান করছি সেই ক্ষনের জন্য ; প্রতারকের দল, সময় বদলাবেই । শাহাদাতের রক্ত কভু বৃথা যায় না, উন্মোচন হবে ভন্ডের মুখোশ তাকভীর ধ্বনিতে মিথ্যার সমাধি ঘটবে, জাগবে যবে দৃপ্ত পৌরুষ । ০৭/০৫/১৩ ________#######__________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.