আমাদের কথা খুঁজে নিন

   

প্রানের উচ্ছাস

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

নিয়মের বেঁড়াজাল ছিন্ন করে ছুটে চলেছি নিরন্তর কল্পনায় আঁকা মায়াবী মুখখানী নিয়ে। বিস্তৃণ কাশবন, শিশিরশিক্ত মেঠোপথ পেরিয়ে দিগন্তের কাছে কখন পৌছে গেছি- জানিনা। নবান্নের আয়োজন কৃষাণীর হাসি কখন ছুঁইয়ে গেছে- জানিনা কবি, আর কত স্বপ্ন দেখবে? কবি, জীবনের কথা বলো মাটির কথা বলো গভীর মমতার কথা বলো ফুল আর পাখিদের কথা বলো নদীর প্লাবনের কথা বল বাবুই, চড়ুই আর ঘাসফড়িং এর কথা বলো। কবি, ইচ্ছে কি করে না তোমার- শিতের কুয়াশার ভোরে নরম সূর্যের সঙ্গী হতে, জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য দেখতে, মুক্ত আকাশের সোনালী চিলের মত উড়তে, মেঘলা দিনে কেয়া আর জুথির বনে হারাতে? চারিদিকে শুধুই স্বপ্ন ভাঙ্গার দুস্বপ্ন- বিশ্বাসের নতুন কোনো ভিত তৈরির কোনো উপাদান আজ আর অবশিষ্ট নেই। ডিঙ্গি নৌকায় যে মাঝি উত্তাল সমুদ্র পারি দিলো আজ কেন কথার মূল্য দিতে তার দু’চোখ সিক্ত? তথাপি ভালোবাসা- এ কারণে হয়ত মৃত্যু এসেও ফিরে যাবে আশার প্রদীপ এখনও নিভু নিভু জ্বলে। কথা দিয়েছিলাম- রাশি রাশি ঘাস ফুলের উপর নিশ্চিন্তে ঘুমাবো জাগবো না কোনো দিনও। কে যেন আমায় বলতো, চোখের জলের মূল্য হয় না এক ফোঁটা জলে জেগে উঠতে পারে সুপ্ত আগ্নেয়গিরি। আজ বৃষ্টির গভীর তলে সুপ্ত চৈতন্য সর্বত্র কিসের যেন শৃঙ্খল অনুভব করি প্রানের উচ্ছাস, হৃদয়ের মূল্য- কোথাও আর তেমন দেখি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।