আমাদের কথা খুঁজে নিন

   

এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যা যা লাগবেঃ

প্রযুক্তির সাথে সহবাস। -- প্রীতম এর বাংলা ব্লগ বিগত কিছুদিন ধরে এফিলিয়েট মার্কেটিং নিয়ে পোস্ট করছি। এর ধারাবাহিকতায় আজ থাকল, এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যা যা লাগবে এফিলিয়েট মার্কেটিং শুরু প্রথমেই আপনার লাগবে একটি নিজস্ব ওয়েবসাইট। এজন্য আপনাকে একটি ডোমেইন ও একটি হস্টিং কিনতে হবে। আর সাইট ডিজাইনের জন্য ব্যাবহার করতে পারেন যেকোনো কোন সিএমএস।

এক্ষেত্রে ব্যক্তিগত ভাবে আমি ওয়ার্ডপ্রেস এর ভক্ত। আপনি চাইলে এইচটিএমএল বা পিএইচপি ও ব্যাবহার করতে পারেন। কিন্তু আমার অভিমত হল সিএমএস ব্যাবহার করা। যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। থাকবে না কোন কোডিং এর ঝামেলা।

আর সাথে বোনাস হিসাবে থাকছে এসইও এর ক্ষেত্রে অসাধারন সব ফিচার সমৃদ্ধ প্লাগিন ব্যাবহারের সুযোগ। যাই হোক এবার কত খরচ হতে পারে তার একটু ধারনা দেইঃ একটি ডোমেইন ও একটি ১ জিবি জায়গা এবং ১০ জিবি ব্র্যান্ডউইথ সহ হোস্টিং এর মূল্য স্থান ভেদে ১০০০-২০০০ টাকা পরবে। আর সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে সহ আপনার সাইট ডিজাইন করতে ৫০০-৫০০০ টাকার মত খরচ পরতে পারে। তবে ডোমেইন এবং হোস্টিং যার কাছ থেকেই কিনুন না কেন সব সময় খেয়াল রাখবেন যাদের কাছ থেকে কিনছেন তারা আপনাকে আপনার ডোমেইন এবং হোস্টিং এর ফুল কন্ট্রোল প্যানেল দিচ্ছে কিনা। অনেক সময় কিছু অসাধু কোম্পানি কম মূল্যে ডোমেইন হোস্টিং অফার করে পরে ভাল কাস্টমার সার্ভিস দেয় না।

আবার পরবর্তীতে উচ্চ মূল্য দাবী করে থাকে। তাদের সার্ভার কোথায়, সার্ভারের লোড স্পিড কেমন, আপটাইম(ইন্টারনেটে আপনার সাইট এর উপস্থিতি) কত সময়, তারা আপনার সাইট এর ব্যাকআপ রাখে কিনা, বা তাদের কোম্পানির সমন্ধে কার কোন অভিজ্ঞতা আছে কিনা এই তথ্য গুলো জেনে নিন। সার্ভার এর লোড স্পিড বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর জন্য একটি বড় বিষয়। সার্চ জায়েন্ট গুগল বর্তমানে সার্ভার লোড টাইম ও সাইট এর আপটাইমকে এসইও এর একটি বড় ফ্যাক্টর হিসাবে বিবেচনা করছে। তাই এই ব্যাপারগুলোতে অবহেলা করার কোন উপায় নেই।

আর একটি কথা, ডোমেইন যখন কিনবেন তখন ডোমেইন নেম এর মধ্যে আপনার “নিস” টি রাখার চেষ্টা করুন। এটি ভবিষ্যতে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) বড় সুবিধা দেবে। এই “নিস” কথাটি কি আপনার কাছে নতুন? তাহলে একটু বুঝে নিন এখন। ধরুন আপনি আমাজানের বাইসাইকেল বিক্রির জন্য এফিলিয়েট সাইট বানাবেন। এখন এই বাই সাইকেলের রয়েছে হাজারও মডেল আর কম্পানি।

তাই শুধু “বাই সাইকেল” আপনার জন্য কোন উপযুক্ত “নিস” হতে পারে না। এজন্য আপনাকে কি ওয়ার্ড রিসার্চ শিখতে হবে। যা এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কি ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনাকে এক বা একাধিক কোম্পানির নির্দিষ্ট মডেলের বাইসাইকেল বেছে নিতে হবে। যার আছে মাসে কমপক্ষে ২০০০+ এক্সাক্ট সার্চ ভলিউম।

আর প্রতিযোগিতা করার মত আনুসাঙ্গিক বিষয় গুলো যেমনঃ ব্যাক্ল লিঙ্ক, এঙ্কর টেক্সট, ডট ইডু ডট গভ লিঙ্ক সহ আরও অনেক কিছু। এগুলো বিবেচনা করে ডোমাইন কিনুন। আর একটি কথা, হোস্টিং কেনার আগে একটি মহাগুরুত্বপূর্ণ কথা জেনে নিন। প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে আপনি এমন অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো একটি নির্দিষ্ট দেশে জনপ্রিয়। যেমন, হতে পারে আপনি কোন একে ৫২ মডেলের বাইসাইকেলের এফিলিয়েট মার্কেটার।

যা ইংল্যান্ডে জনপ্রিয়। তাহলে আপনাকে এমন হোস্টিং প্রভাইডার বেছে নিতে হবে যাদের সার্ভার ইউকে তে অবস্থিত। তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অন্যদের চেয়ে ঢের বেশি এগিয়ে থাকবেন। তাই, হোস্টিং এর জন্য আপনি কোন দেশের ভিজিটার চান, এটিও একটি বড় বিষয়। পরবর্তীতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আশা করি।

যাই হোক আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কাল। নতুন পোস্ট নিয়ে। এই পোস্ট বিসয়ে আপনার মতামত আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে। ও আর একটি কথা এই ব্লগটিকে সবার মাঝে ছড়িয়ে দিন।

আর পোস্টটি ভালো লাগলে যাবার আগে অবশ্যই পোস্টটিকে একটি ফেসবুক লাইক ও গুগল +১ দিন। ধন্যবাদ সবাইকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।