আমাদের কথা খুঁজে নিন

   

দেশী এফিলিয়েট সাইট থেকে কি ইনকাম করা সম্ভব ?

বাংলাদেশে বাংলাদেশী ব্লগের সংখ্যাটা ঠিক কত ? সঠিক কোন পরিসংখ্যান নেই কারো হাতে । তবে এই সংখ্যা অবশ্যই নেহাত কম না । ব্লগিং এর উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতে চাই, তাহলে বলতে হয় যে অনেকে ব্লগিং করে শুধু ভালোলাগার জন্য । আর কিছু আছে যারা ব্লগ থেকে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করে ।
আমাদের ব্লগ গুলো থেকে ইনকাম করতে গেলে কয়েকটি উপায় আছে ।

সব থেকে কমন ওয়ে হল গুগোল অ্যাডসেন্স ইউজ করা, যেটা আসলে দুর্লভ বস্তু এবং বাংলাদেশী কনটেন্ট এর সিপিসি খুব খারাপ থাকে ।
গ্রিন অ্যান্ড রেড নামে একটি সাইট আছে, যারা অনেক টা গুগোলের মত কিন্তু ইনকামের জন্য এটি মোটেই ভালো নয় কারন এর পেমেন্ট খুব কম ।
বাকি থাকলো কর্পোরেট অফিস গুলোর সাথে যোগাযোগ করে তাদের পণ্য অথবা সার্ভিস এর পাবলিসিটি করে ফিক্সড অথবা ট্রাফিক অনুযায়ী টাকা পাওয়া যায় এবং চুক্তি করতে পারলে ভালো টাকাই পাওয়া সম্ভব । কিন্তু, তাদের ডিম্যান্ড থাকে হিউজ ভিজিটর আর টারগেটেড মার্কেট । ভাবতে পারেন পেপার গুলা তো ভালোই কামাই করে অনলাইনে অ্যাড দিয়ে ।

এটা ভাবার আগে ওই সব পেপারের চাহিদা, ইউজার এবং তারা যে কোম্পানি গুলার অ্যাড দেয়, ওই সব কোম্পানি গুলোর সাথে চুক্তি করার মত অবস্থায় যেতে হবে । কিন্তু এই অবস্থায় আসতে অনেক শ্রম, অর্থ এবং সময় লাগে ।
তার মানে কি যারা মধ্যম সারীর সাইট রান করে তারা ইনকাম করতে পারবে না ? আসলে বাংলাদেশে মধ্যম বা অল্প পরিসরে পরিচিত সাইট গুলোর ইনকাম করার খুব বেশি সুযোগ ছিল না ।
আপনারা amazon.com এর নাম এবং ধরন সম্পর্কে অবশ্যই অবগত আছেন । amazon.com এর প্রোডাক্ট এর প্রোমোশন করে অনেকেই মোটামুটি ভালো টাকা ইনকাম করছেন ।

কিন্তু এর জন্য শ্রম এবং অর্থ প্রয়োজন । সেই সাথে হাই কুয়ালিটি কনটেন্ট এর সীমাবদ্ধতা রয়েছে । এরপরেও এসইও করে গুগোলের ফার্স্ট এ আসার ব্যাপার রয়েছে ।
কিন্তু চিন্তা করেন, যদি আপনার অলরেডি পপুলার একটি বাংলা সাইট আছে, সেটায় যদি আপনি এমাজান প্রোডাক্ট প্রমোট করতে পারতেন ? ভালো হতো কিন্তু আফসোস আমরা এমাজান থেকে ডলার খরচ করে কিছু কিনি না ।
আমি রিসেন্টলি একটা বাংলা সাইট এর এফিলিয়েশন চালাচ্ছি অর্থাৎ এমাজান এর মতই সিস্টেম ।

তারা ই-কমার্স বিজনেস করছে এবং আমার সাইট থেকে যদি কোন ইউজার তাদের সাইট এ গিয়ে কোন প্রোডাক্ট কেনে তাহলে আমাকে ৭% কমিশন দেয় । সাইট টি নতুন, তাই আপাতত লিঙ্ক দিবো না, যদিও আমার একাউন্ট ক্রিয়েট করেছি আজকেই এবং ১ টা প্রোডাক্ট সেল ও হয়েছে । ৪৯.৯০ টাকাও একাউন্ট এ শো করছে । যদি ক্যাশ আউট করতে পারি তাহলে লিঙ্ক দিবো । তবে যদি আসলেও এই সাইট টাকা পে করে তাহলে আমি বলবো এটি বাংলাদেশি ব্লগারদের জন্য বেস্ট ইনকামসোর্স হতে পারে ।

কারন দিতে যদি ৫ টা প্রোডাক্ট সেল হয় ৫০০ টাকার, তাহলে ৩০০+ টাকা একাউন্ট এ অ্যাড হবে । খারাপ কই গুগোল অ্যাড, এমাজান বা গ্রিন অ্যান্ড রেড থেকে ?

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।