আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ধূসর মন ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ কত বসন্ত এলো, আবার গেলো চলে নিভৃতে কত শত কোকিলের কণ্ঠধ্বনি শুনেছি ঝরাপাতা গাছের আড়ালে, চৈতির ঊষ্ণ হাওয়া ছেঁড়া ছেঁড়া মেঘের আড়ালে সূর্য ডোবা হাতে হাত রেখে হাটা সবুজ দুব্বা মাড়িয়ে গুনগুনিয়ে তোমার কণ্ঠে গান শুনেছি, সে ও অনেক কাল! আজো এই সন্ধিক্ষণে বসন্ত মেলায় মল্লিকায় খুঁজে ফিরি স্বর্ণকেশী স্নিগ্ধতা কোকিলের কণ্ঠে যেন তোমারই সুর-লহরী মন-মহুয়ায় মাতম তোলে। আজো সূর্যডোবা ক্ষণে, তোমায় ভেবে ভেবে, ছেঁড়া টুকরো মেঘের আড়ালে সদ্য ডোবা সূর্যের আভায় আমার চোখের তারায় উদ্ভাসিত প্রতিচ্ছবি, কখনো হারাবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।