আমাদের কথা খুঁজে নিন

   

মমতার দাবি বাংলাদেশ গঙ্গার ৮০% পানি পাচ্ছে !

বাংলাদেশ ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার ৮০ শতাংশ পানি পেয়ে যাচ্ছে বলে ভারতের প্রধানমন্ত্রীকে অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার লেখা এক চিঠির প্রসঙ্গ টেনে দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি। সরকারি কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, “গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও পাচ্ছে ৮২ হাজার আটশ এক কিউসেক। ” “দুটি ক্ষতিগ্রস্ত স্লুইস গেটের ভেতর দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় বাঁধের ভেতরে পানির স্তর তিন মিটার নেমে গেছে। এতে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

” গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে চুক্তি হয়। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে সে চুক্তি শেষ পর্যন্ত হয়নি। ওই সফরে মনমোহনের সঙ্গে মমতার ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নিজেকে সফর থেকে প্রত্যাহার করে নেন। তিস্তার পানি বণ্টনের পরিমাণ তাকে জানানো হয়নি- এ যুক্তিতে গত সেপ্টেম্বরে ওই নদীর পানি বণ্টন চুক্তিতে বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

এই তিস্তার পানি বণ্টনের বিষয়টি দেখভালে ভারতের করা বিশেষজ্ঞ কমিটির প্রধান কল্যাণ রুদ্র এনডিটিভিকে বলেন, “অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ফারাক্কা প্রকল্পে পানিস্বল্পতা দেখা দিচ্ছে। ” ১৯৭৫ সালে তৈরি প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ ফারাক্কা বাঁধে একশ নয়টি স্লুইস গেট রয়েছে যার যথাযথ রক্ষাণবেক্ষণ হচ্ছে না বলে মন্তব্য করেন কল্যাণ রুদ্র। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা প্রায়শই ‘কঠিন’ অবস্থান নিচ্ছেন। তিনি সর্বশেষ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উদ্বোধন করা এক অনুষ্ঠানেও অংশ নেওয়া থেকে বিরত থাকেন। সন্ত্রাসবিরোধী একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা নিয়ে চিদাম্বরমের বিরোধিতা করার পরপরই অনুষ্ঠান অংশ নেওয়া থেকে বিরত থাকলেন তিনি।

‘ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার’ নামে ওই সংস্থার বিরোধিতা করে তা প্রত্যাহারেও মনমোহন সিংকে গত সপ্তাহে চিঠিও লেখেন মমতা। এমনিতেই মরি মরি তার উপর সে বলে কি ? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে কপি পেষ্ট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।