আমাদের কথা খুঁজে নিন

   

সাগর ও রুনি ,মাপ করে দিও ভাই.........................

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না। র্দীর্ঘ তিন বছর পর লিখছি । মাঝখানের এ বিরতিতে অনেক কিছুর পরির্বতনে থেকে থেকে অবাক হয়েছি । আহত হয়েছি বারবার । কিভাবে? যখন অমিমাংসিত ভাবে চলে গেল স্যার তারেক মাসৃদ ও মিশুক মূনির ।

যখন আচমকা শৃনলাম স্যার হুমায়ন ফরিদি ও আর নেই । সবচেয়ে বেশি অবাক হলাম সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ দেখে । ১টা সাধ্বীন দেশে কিভাবে ৭১ এর ১৪ই ডিসেম্ববার জন্ম নেয় । আমার তো মনে হয় এদেরকে এই মৃহুর্তে সরকারি ভাবে শহীদ ঘোষনা করা উচিত । সবচেয়ে বেসি অবাক হচ্ছি গনমাধ্যমের বর্তমান আচরনে ।

পক্রিকা বলি আর ইলেট্রনিক মিডিয়া বলি ,চাপা পড়ে যাচ্ছে এ ২জন পুরোনো সব কিছুর মত করে । শিরোচ্ছেদ হচ্ছে শিরোনাম থেকে । ব্যবসা করার জন্যে সারাজীবন পাবেন । পক্রিকায় যে যায়গাগুলোতে বিগ্গাপণ ছাপেন,সেখানে বিদ্রোহ ছাপুন,টিভিতে যখন এ্যাড আসে ,সে সময়ে বিপ্লব তুলে ধরুণ । ব্যর্থ সরকার কিংবা বিরোধী দলের প্রয়োজন নেই ।

গনমাধ্যমের এই আপনারাই যথেষ্ট এ দুটো মানুষের মৃতু্ পরর্বর্তি জীবনে নতুন সুচনা লিখতে । নতুবা এ ধারাবাহিকতায় আপনিই পরবর্তি স্বিকার । সাগর ও রুনি ? কেউ তোমাদের শহীদ ঘোষনা করুক আর না করুক......আমার কাছে হয়ে থাকলে ১৪ই ডিসেম্ববার ৭১ এর কোন ২জন ...শহীদ .....আমার মৃতু্ পর্যন্ত । ততদিন পর্যন্ত খমা চেয়ে যাবো প্রতিদিন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.