আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ - সাগর-রুনি ( বিচারের দাবি- ইলিয়াছ গুম, কালাবিলাই দুরনীতি, সাংবাদিক নির্যাতন, শ্রমিক হত্যা, রাজপথে শিক্ষক হত্যা, আদালত পারায় তরুনীর স্লীলতা হানি,ব্যাবসায়ীকে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া, এবং সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে, মুক্ত আহবান।)

বসন্ত এসেছে ঠিক সেখানে পেয়েছে উদ্দাম- মিছে আবেগের তবু, মন্তর হয়নি কিছু কালমহাকালী মানস বিনাশী ঝড়ের। হীনতায় ভরে গেছে সমাজ মানস কি হবে বসন্ত লয়ে আর, পড়েছি নোয়ায়ে শির গোলামির ফাঁস চেতনা তাড়িয়েছি যা ছিল দূর্বার। আকাশ কাপিয়ে নয়- মনের অবক্ষয়- ঘটিয়ে ' বিলয় সাধন' করিতে এখন আমি, তুমি , আর নষ্ট সময় স্বা‍র্থের অশিতে কাটি বিবেকের বন। চিরদিন ঠিক, নষ্ট ছিলনা এসময়- তবু এসমাজ তাহারেই করিয়া দুষি শুদ্ধমতীর রূপে পারপেতে চায়- তবু এ সমাজ নাকে তাহাদের গোলামী রশি। এহেন বসন্ত নহে, আমি আরবের মত চাই। যে ফাগুন আগুন খাটি করে দেব এসময় হাজার বছর দহে। আর দেহে নয় আমি বসন্ত চাই আমার আত্নময়। আমি জানি আত্নার সবসন্ত এলে লক্ষ পরান উঠে এক সাথে জ্বলে দাও দাও করেনয় ফুলকির মত সে আগুন চেতনায় যাবে ঠিক খেলে। এস হে বসন্ত এস মোর প্রাণে, লক্ষ বঙ্গ হৃদয়- উঠোক যাগিয়া ভাঙ্গা, ক্ষত, পঁচা, বিষময়- সকল ব্যাদনা নিয়া, সে আগুনে পুরে হোক মায়ের হাসির মত খাটি, নিখাদ হেমময়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।