আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় ইংরেজি প্রেমি নবপ্রজন্ম

বইমেলায় এবারেই প্রথম স্টলে দাড়িয়ে বই বিক্রি করার অভিজ্ঞতা হচ্ছে। খুব ভাললাগা নিয়ে কাজটা করতে ছিলাম। ইংরেজি ডরেমন আছে? না, বাংলাটা আছে। ৯বছরের ক্ষুদে পাঠক কে বলি। সে আরো কয়েকটা বইয়ের পাতা উল্টে দেখে বলে “ সবতো দেখছি বাংলা বই! ইংরেজি গল্পের বই নেই!” হাসি মুখে বলি, না।

আমরা শুধু বাংলা বই এই প্রকাশ করি। ছেলেটি ঠোট উল্টে বলে, ওহ সিট! পাশে দাড়ানো তার মা অহংঙ্কারী কণ্ঠে বলে, আমার ছেলে বাংলা পড়তে পারে না। ও শুধু ইংলিশ পড়তে পারে। মনটা খারাপ হয়ে যায় মহিলার কথা শুনে। স্টলে দাড়িয়ে এমন ইংরেজি প্রেমিদের সাথে প্রায়ই কথা বলতে হয়।

অশালিন উদ্ভট পোশাক গায়ে দিয়ে এরা বইমেলার স্টল গুলোতে আসে। যার সাথে চিরচারিত বাংলার সংস্কৃতির কোন মিল নেই। তাদেও ভাব দেখে মনে হয় আমরা যারা বাংলা পড়ি, বাংলায় কথা বলছি তারা বেশ সেকেলে হয়ে আছি। আর বাংলা না পড়তে পারায় ওরা খুব স্মাট!! বাঙালীরা এখন দেখছি মধুসুদন এর মত নিজের ভাষাকে অবজ্ঞা করে ইংরেজির উপর হামলে পড়ছে। কথা হল যেই ব্যাক্তি তার মাতৃভাষাতেই ভাল উচ্চারন করতে পারে না, পড়তে পারেনা, সে কি করে ভিনদেশি ভাষা শিখবে? ভিনদেশি টিভি চ্যানেল আর মতলববাজ ইংলিশ মিডিয়াম স্কুল গুলো বাংলাদেশের জন্য বিরাট অভিসাপ নিয়ে আসছে তা টের পেলাম বই মেলায় বই বিক্রি করতে গিয়ে।

স্টলটি আমি নিজে বানিয়েছি মিস্ত্রির সাথে খেটে-খুটে। সারা জীবন ছিলাম বই ক্রেতা আর এবার পাঠক। মেলায় আসা দশভাগ লোকও বোধকরি বই কিনে না। বেশির ভাগই ঘুরতে আসে। তাই স্টল মালিক হিসেবে বেশ হতাশা বোধ করছি।

ভালবাসা ভাললাগা আর সৃষ্টির উল্লাসে গড়ে তুলে ছিলাম বাংলাদেশ রাইটারর্স গিল্ড। নতুন পুরাতন সব লেখকদের একটি প্লাটফর্ম দেবার ইচ্ছে থেকেই যাত্রার শুরু হয়। যা এখন চলছে সুন্দর ভাবে। দোয়েল চত্তর দিয়ে ঢুকতে প্রথমের স্টলটি আমাদের। আশা করছি একবারের জন্য হলেও ব্লগার বন্ধুরা ঢু মারবেন।

তানজিনা (ঢাকা ইউনিভাসির্টিতে বাংলায় শেষ বর্ষ অনার্স) আমাদের বিক্রয় অফিসার, আপনাদের পছন্দের বই সংগ্রহ করতে সহযোগীতা করবে। আর ওখানে আমি সহ আরো বেশ কিছু ব্লগার বন্ধুরা নিয়মিত আছি। তো আপনি আসছেন কবে?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।