আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় আমার দু'টো বই

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ডুব মেরে ছিলাম বেশ ক'দিন। উদ্দেশ্য একটাই- যে করেই হোক এবারের অমর একুশে মেলায় বই বের করবো। সে উদ্দেশ্য সফল হলো আজ। নিজের সৃষ্টির প্রসব বেদনা যে কতো কষ্টের এ ক'দিনে হাড়ে হাড়ে টের পেয়েছি তা। ফোরাম-ব্লগের অনেক বন্ধুদের খোঁজ নিতে পারিনি।

মাঝে মাঝে বেশ খারাপ হয়ে গেছে মন। নিজের চাকরী, সংসার, ছেলেমেয়েদের প্রতিও সুবিচার করিনি। সময় দিতে পারিনি কোথাও। অবশেষে বেরিয়েছে আমার দু'টো বই। একটি কবিতার- নিশীথে তোমার কুহক।

অপরটি গল্পের- অতৃপ্ত আকাঙ্ক্ষা। দু'টো বই-ই বেরিয়েছে শিরীন পাবলিকেশন্স থেকে। বইয়ের প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন শামীম আকন্দ। প্রকাশনায় সার্বিক সহযোগিতা করেছেন আমার অগ্রজ শেখ জয়েন উদ্দিন। বই দু'টো একুশে মেলায় শিরীন পাবলিকেশন্স-এর 117, 118 নম্বর স্টলে পাওয়া যাবে।

ফোরাম-ব্লগের বন্ধুরা আমার লেখায় যাঁরা উৎসাহ জুগিয়েছেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো সন্ধ্যায় মাঝে মাঝে বইমেলার স্টলে বসতে। কাছের বন্ধুরা চা খেয়ে যেতে পারেন আর্থ-ফাউন্ডেশন, 69/জি, পান্থপথ, গ্রীনরোড, ঢাকা-1205 এই ঠিকানায়। সবাইকে একুশের শুভেচ্ছা। 17.02.2007


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।