আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় একদিন.....

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

সাল টা মনে নাই সঠিক। হয়তো গতবারের আগেরবার! আমরা তিন বন্ধু মিলে বইমেলায় গেলাম। সে এক বিশাল লাইন! টি.এস.সি পর্যন্ত। লাইনে দু'জনে দাড়াইলো, আমি সাইডে দাড়ায় সিগ্রেট খাচ্ছি। এক সময় আমাদের অনেকের-ই অতীতের ছায়া- কায়াভাবে দেখলাম।

দুইটা সদ্য-গোঁফ গজানো বান্দর দুই সেক্সি ফিগার-স্মুথ স্কিন মেয়ে দেইখা জোরে কইল "কোপা শামসু"। মাইয়া দুইডা গেট-আপে আলট্রা মডার্ন কিন্তুআচড়নে খাস বাঙালি, সর্বংস হা টাইপ। একটু ছলছল চোখের উস্মা দেখায় আগাইতে থাকল। এমন সময় র্যাবের এক ভাইজান বেরসিকের মতো উপস্থিত! বেশ স্মার্ট ভাবে উক্ত বোকাxx র কাধে হাত রাখল। তারপর মেয়ে দ'জনকে ডাকলোঃ ঃএক্সকুইজমি আফা, ইনি আপনাদের কি বইলেছে? আপারা নির্বাক।

মনে হচ্ছে কেঁদেই দিবেন। টিজড ও হইলো, এখন র্যাব এর সামনেও.....আমি ভাবলাম এট্টু হিরোগিরি......থাক বাবা, দিনকাল খারাপ। র্ক্রসফায়ারে যাইয়া লাভ কি? এর চে দেখি কি হয়। র্যাব আবার কইলোঃ মিস আন্ডারস্ট্যন্ড কইরেন না, বলেন কি বলছে। একটু যেনো কমান্ডের সুর গলায়।

মেয়ে দুইটার একটা একটু শস করে বল্লঃ কোপা শামসু! র্যাব বলেঃ তাই? বেশ, এইবার কন পিটা শামসু! মেয়ে দু'টো অবাক! বলে কি?! তাও, র্যাবের হুকুম বলে কথা। বললো মেয়েটাঃ পিটা শামসু। খটাস করে আওয়াজ, ছেলেটা গাল ধরে আছে আর মেয়েরা বিস্মিত। র্যাব আবার বলেঃ বলেন, আবার বলেন... বলা লাগে না, তার আগেই আরেকটা ঠাস! আমি অবাক, এইডা কি হইলো! ব্যাপার কি? ঐদিকে থাপড় চলছে আর আমি সিগারেট ফেলে লাইনে আগাচ্ছি। ভাবলাম, আহ, এরা এত্তো ভালো, ঈভ টিজারদের এরকমই হওয়া উচিৎ! তাও, একটু বেশী হচ্ছে হয়তো! ভাবলাম কিছু বলি, র্যাবের দিকে তাকালাম,।

নেমপ্লেট দেখলাম, লেখা [গাঢ়]শামছুল[/গাঢ়] আমি লাইনে দাড়িয়ে পড়লাম!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।