আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় একদিন



আমি আর পাপড়ি টি এস সি থেকে মানুষের লমবা লাইন উপেক্ষা করে রিকশা থেকে নামলাম ঠিক মেলার সামনে। তারপর দুজনের অপেক্ষার পালা। গোবেচারা টাইপ কারো সামনে লাইনে টুক করে ঢুকে যাওয়া।যুৎসই একজনের সামনে দাড়াতেই শুনতে পেলাম পিছন থেকে চাপা গজন।এইটা কোন কাজ হইল ??এভাবে কেউ লাইনে ঢুকে ?কপাল যেদিন খারাপ থাকে সেদিন সব দিক দিয়েই হয়।একটু সামনে আগাতেই মাইক্রোফোন হাতে একজন আমাদের জিগায় কেমন লাগছে আপনাদের এই যে সবাই লাইনে সুশ্রিংখল ভাবে ঢুকছে ??আমাদের তখন ধরণী দিবধা হও অবসহা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।