আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছেলে আর একটি মেয়ের গল্প- পর্বঃ২

(ভালোবাসা বলতে আমরা কেবল একটি ছেলে আর একটি মেয়ের প্রেমের সম্পর্ককেই বুঝে থাকি। কিন্তু প্রেম ছাড়াও একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে যেটাও এক ধরনের ভালোবাসা তা এই গল্পে বুঝানো হয়েছে) বিঃদ্রঃ বাকি পর্বগুলো পড়ার জন্য আমার প্রোফাইল ফলো করুন। পরেরদিন বিকেলে, নীল মেঘমুক্ত পরিস্কার আকাশ। ছেলেটা উন্মুক্ত আকাশের নিচে খোলা মাঠে সবুজ ঘাসের উপর বসে আছে। কিছু করার নেই, অলস সময়।

সে তার হাতের ফোন নাড়াচাড়া করছে। হঠাৎ তার আগের দিনের সেই অপরিচিত নম্বরটা চোখে পড়ে। সে চিন্তা করলো গতকাল ওই নম্বরে ফোন দিয়ে কথা না বলা হয়তো ঠিক হয় নাই। সে সাহস করে নম্বরটিতে ফোন দিল। অপর প্রান্ত থেকে মেয়েটা বললো, হ্যালো।

হ্যালো আসসালামুআলাইকুম, কে বলছেন? ছেলেটা বললো। ফোন করেছেন আপনি, আবার আমাকে জিজ্ঞেস করেন। মেয়েটা খুব কড়া সুরে কথাটা বললো। আপনার নামটা বলা যাবে? সুন্দর করে ছেলেটা বললো। না, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আমি জানিনা, আপনার ফোন নাম্বার কিভাবে যে আমার ফোনে আসলো তা আমি বুঝতে পারছিনা।

ওকে তাহলে এখন এক কাজ করেন, ফোন নাম্বারটা ডিলিট করে দেন। মেয়েটা হেয়সুরে কথাটা বললো। হুম তা তো করতেই পারি। কিন্তু কপাল আছে না কপাল… হুম আমার কপাল তো আছেই! না… সেই কপাল না, ভাগ্য। হয়তোবা ভাগ্যের কারনেই আমরা দুইজন কথা বলছি।

আর আমার ভালো লাগছেনা, অলস সময় কাটছে, আমরা কি কথা বলতে পারিনা মাঝে মাঝে বন্ধু হিসেবে প্লিজ .… আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন। না আমি কোনো নাম্বার সেভ করবনা। ফোন আসলেই বুঝতে পারব। ওকে। ছেলেটা ফোনটা রাখে।

পরেরদিন ছেলেটা বিকেলের দিকে মেয়েটাকে ফোন দেয়। দুইবার রিং হয় কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসেনা। হতাশ হয় ছেলেটা। এরপর সন্ধ্যায় আবার ফোন দেয় ছেলেটা। এবার অপরপাশ থেকে উত্তর আসে, হ্যালো।

হ্যালো আসসালামুআলাইকুম, চিনতে পারছেন আমাকে? ছেলেটা বললো। হ্যা, মেয়েটি উত্তর দেয়। কেমন আছেন আপনি? হুম ভালো, আপনি কেমন আছেন? হুম আমিও ভালো। আচ্ছা আপনি কি করেন? মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করলো। আমি সামনে ভার্সিটিতে ভর্তি হব।

এইতো এক মাস পর ভর্তি পরিক্ষা। ও তুমি তাইলে আমার চেয়ে ছোট। মেয়েটি তুমি করে বলা শুরু করলো। আমি কি আপনাকে তুমি করে বলবো। না, তুমি তো আমার চেয়ে ছোট।

তুমি আমাকে আপনি করে বলবে। মেয়েটি বললো। ছেলেটা উত্তরে বললো, এক বছরের পার্থক্য হয়তো থাকতে পারে। এইটা কোনো ব্যপার না। হয়তোবা আমি ছোটবেলায় দেরি করে পড়ালেখা শুরু করেছি।

না হবেনা, তুমি আমাকে আপনি করে বলবে। তা না হলে আমি কথা বলবনা। ওকে, ছেলেটি রাজি হয়। আচ্ছা তুমি কোথায় থাক? মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে। আমি? আমি বাসায় থাকি।

ছেলেটি মজা করে। মেয়েটি একটু বিচলিত হয়ে বলে, নাআ… আমরা সবাইতো বাসাতেই থাকি। তোমার বাসাটা কোন জায়গায়? আমার বাসা মোহাম্মদপুরে। আপনার বাসা কোথায়? আমার বাসা মগবাজারে। আচ্ছা আপনার নামটা কিন্তু বললেন না।

না নাম বলা যাবেনা। মেয়েটি সরাসরি বলে দেয়। কেন বলা যাবেনা, সমস্যা কোথায়? সমস্যা আছে, মেয়েটি বলে। তাহলে আমিই আপনার একটা নাম দিয়ে দেই। আচ্ছা আচ্ছা দাও।

মেয়েটি কৌতূহলী সুরে বলে। ৩। কি ধরনের নাম দিব আপনার? সাহিত্যিক নাম নাকি হিরোইনের টাইপের নাম যেমন- শাবনূর, মৌসুমী ? ও কেন তোমার কি ভবিষ্যতে নায়ক হওয়ার ইচ্ছে আছে নাকি। মেয়েটি মুচকি হেসে বললো। না, বললাম আর কি আপনার এরকম কোনো পছন্দ আছে নাকি? না তুমি তোমার পছন্দ অনুযায়ী দাও।

নীলা! আপনার নাম দিলাম নীলা। কেমন? হুম, সুন্দর নাম। । এখন থেকে আমি আপনাকে নীলা বলে ডাকবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।

আচ্ছা আজকে রাখি। পরে কথা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেয়েটি বলে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.