আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ আবার ২৪ ঘণ্টায়

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মামলার রায়ের দিন ঘোষণার পরপরই শাহবাগ প্রজন্ম চত্বর আবার জেগে ওঠে।
তিন মাস আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবি নিয়ে শুরু হয় শাহবাগে অবস্থান।
গত কিছুদিন ধরে টানা অবস্থান না থাকলেও শাহবাগে মঞ্চ ছিলো এবং নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানও চলছিলো।
কিন্তু গণজাগরণবিরোধী হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযানের পর গত সোমবার সকালে পুলিশ শাহবাগের মঞ্চটিও ভেঙে দেয়।     
মঞ্চ ভেঙে দেয়ার পর মঙ্গলবার মিছিল-সমাবেশ হয়েছে শাহবাগে।

এর পরদিন আগের মতো টানা অবস্থানের ঘোষণা দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “পূর্বেই বলা হয়েছিলো, যুদ্ধাপরাধের যে কোনো রায় ঘোষণার আগের দিন থেকেই ২৪ ঘণ্টার টানা অবস্থানে যাবে গণজাগরণ মঞ্চ। সে লক্ষ্যেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ”
টানা  অবস্থানের সময় আগের মতোই স্লোগান, গণসঙ্গীত, আবৃত্তি চলবে বলে জানান ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয়টি দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.