আমাদের কথা খুঁজে নিন

   

এবারও কি ভালোবাসা দিবসে-!

...............................................................................................................................................................। আবার ঘুরে এল,তোমার উৎসবের দিন বিশ্ব ভালোবাসা দিবস। একটু দেখে নিবে কি? তোমার ব্যস্ত শিডিউলে আমার সময় আছে কি? নাকি,প্রতিবারের মত তোমার জন্য হাজার কষ্টে জোগাড় করা সদ্য ফোটা গোলাপ তোমার স্পর্শ না পেয়ে এবারও (কি) সেই ফুলে পড়বে ক্ষত? এবারও কি আমি থেকে যাব উপেক্ষিত? ভালো করে (একটু)দেখে নিবে কি? তোমার ব্যস্ত শিডিউওলে আমার সময় আছে কি? আমি জানি তোমাকে গোলাপ দেবার জন্য সূর্যদয়ের আগ থেকেই পড়ে যাবে দীর্ঘ লাইন, পেছনের সারিতে থেকে তোমাকে গোলাপ দিতে না পেরে প্রেসক্লাবে যাবে কেউ কেউ। তোমার জন্য গোলাপ হাতে চলবে মানববন্ধন, তুমি তখনো ব্যস্ত তোমার ব্যস্ত শিডিউলে। হাসি মাখা মুখে কোলভরা গোলাপ আর রেপিং পেপারে মোড়ানো গিফটগুলো নিয়ে তুমি বাড়ি ফিরবে। সন্ধ্যেবেলা যে বেরুনো মানা। তখনো তোমার ব্যস্ত শিডিউল থেকে বাদ যাবে আরো কেউ, অতৃপ্ততায় গোলাপ হাতে তখনো তারা কৃষ্ণচুড়ার নিচে,তোমার জন্য দাড়ায়ে, কেউবা তিনদিন আগ থেকে বুকিং দেয়া রেষ্ট্রুরেন্টে থাকবে বসে, তোমার স্পর্শের আশায় গোলাপগুলোতে পড়বে ক্ষত। এবারও কি আমার মত আরো কেউ থেকে যাবে উপেক্ষিত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.