আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের ১ম দিন

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি ফাগুনের ১ম দিন আজ প্রকৃতি অন্যরকম, সবুজে হলুদের উকিঝুকি, শুকনো পাতার বৃষ্টি, এই শীতে গরমের দোয়ার খুলেগেল, তাই আবহাউয়া নাতিশীতষ্ণ, কোকিল খুজছে তার অবস্থান, সুর্য্যমামা চোখপাকিয়ে আছে, ফুলেরা সেজেছে নানা রঙয়ে, ওরা সবাই ব্যাস্থ আজ প্রকৃতিকে নতুনকরে সাজাতে। মনচায় ওদের সাথে মিশেযেতে, নিজেকে বড় দলছুট আর বন্ধি মনে হচ্ছে তাই আমি অফিসে অমনোযোগী আজ ফাগুনে, মনের আগুনে……. মারুফ হাসান স্বপন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।