আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের ডাক

অরুণালোক ফাগুনের ফুল কলি ইশারায় বারে বারে ডাকে বলে কবি বেঁধে রাখো কবিতায় আমাকে। । লাল শাড়ি গায়ে পড়ে হাসে শিমুল অপরূপা ফুল নারী কালো বোটা চুল। কোকিলের এ মন উড়ে গেঁয়ো পথ বাঁকে। ।

ওখানে কে জ্বালে আলো পলাশ বনে! কৃষ্ণচুঁড়া হাসে আপন মনে ঘুম ভেঙে জেগে উঠে ভীরু কাঞ্চন বসন্ত বাতাসে ভাসে মৃদু গুঞ্জন অশোক মাদার লাজে লালে মুখ আঁকে। । হলদে শাড়িতে ওরা বিয়ের কনে সোনালুরা সেজেছে বনে বনে। বাতাবির ফুল মালা খোঁপায় জুড়ে বধূয়া এলো আজ বাসার ঘরে। জোড়া বর সাজে কারা শাল-পিয়ালের শাখে।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।