আমাদের কথা খুঁজে নিন

   

চারুলতা

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী চারু, তুমি কি জানো তোমার নরম হাতের ছোয়ায় কতটা উষ্ণতা তোমার নিশ্চুপ নীরবতায় কতটা মৌনতা! প্রকৃতি তার শেষ সঞ্চয় বুঝি তুলে দিয়েছে তোমার আবয়বে তোমার নিটল চোখে, তোমার কেশবিন্যাসে সৌন্দর্য পিপাসু এ পোড়া চোখ তাই ভিড়েছে তোমার বন্দরে তোমার অভিমানে তোমার হাসিতে তোমার বচনে পেয়েছি আমার শেষ আশ্রয়। চারু, তুমি কি জানো তোমার নিশ্বাসের শব্দটাও আমার কতোটা প্রিয়; মাঝরাতে তোমার দিকে চেয়ে থেকে কতবার শুনেছি তা তোমার অলক্ষ্যে, তোমার অজান্তে; আমি হারিয়েছি নিজেকে তোমার গভীরে চেয়ে চেয়ে দেখেছি তোমার সৌন্দর্য অনিমেষ দৃষ্টিতে তোমার হাসিতে মুগ্ধ হয়েছে এই মন তোমার স্পর্শে আজন্ম অশান্ত আমি ভীষন তৃপ্ত এখন বেদনার যদি কিছু থেকে থাকে তোমার হৃদয়ে নাহয় তা ভিড়িয়ে দাও আমার বন্দরে তোমার করস্পর্শে মনে আজ আসুক প্লাবন ভালোবাসায় ভেসে যাক মৌনতার শিথিল বাঁধন চারু, তোমার হাতের উষ্ণতাটুকু আমাকে দাও চলো নক্ষত্রমন্ডলীর নিচে এই জোসনায় দুজনে করি অবগাহন। (চারুলতা, ডি মুন, ০২/০৭/২০১৩, রাতঃ ১১;২০) উৎসর্গঃ রিদওয়ান এইচ ইমন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।