আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার কাজ ছেড়ে দিব.. খুন হতে চাই না বলে...

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং...... কি হচ্ছে এদেশে! দেশের নাগরিকদের আজ নিরাপত্তা কোথায়? আমি আমার বাসায় একা থাকব বলে কি আমার কোন নিরাপত্তা থাকবে না? আমাকে খুন হতে হবে? আমার পরিবারে মাত্র দুজন সদস্য বলে আমি অসহায়? গতকালের ঘটনা জানার পর থেকেই মাথা ঘুরছে। মিডিয়ায় কাজ করি বলেই কি আমার শরীরকে সহস্র ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে দিতে হবে? মানুষের সংগে সামন্য বিরোধ হলেই কি তাকে মেরে ফেলতে হবে? আর সহ্য করতে পারছি না। ২০০৬ সাল থেকে আমার সাংবাদিকতার শুরু। এখন অবশ্য আন্তর্জাতিক মিডিয়ার সংগে যুক্ত হলেও প্রতক্ষ্য সাংবাদিকতা আপাতত করছি না। গতকালের সাগর ভাই আর রুনি আপার ঘটনা জানার পর থেকেই কি রকম মানসিক অস্থিরতায় আছি, বলে বোঝাতে পারব না।

আজব এক দেশে বাস করছি আমরা। নাগরিক হিসেবে নূন্যতম অধিকারও আমরা পাই না। এভাবে চলতে দেয়া যায় না। সরকার তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে তাহলে তো আর নাগরিকদের করার কিছু থাকে না। ও হ্যা, থাকে।

আমি আমার দিক থেকে যেটা করতে পারি, তাহল, মিডিয়ার চাকরি ছেড়ে দিব..কারন আমি খুন হতে চাই না.। !!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.