আমাদের কথা খুঁজে নিন

   

যেমন আছি লন্ডনে ।। আসাদুজ্জামান জুয়েল

আমার ব্লগে সকলকে স্বাগতম যেমন আছি লন্ডনে । । আসাদুজ্জামান জুয়েল 'প্রবাসী বাংলাদেশীরা বৈদেশীক মুদ্রা আয়ের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে। দেশ এগিয়ে যাচ্ছে। উন্নত হচ্ছে মানুষের জীবনযাত্রা।

এই এগিয়ে যাওয়ার পিছনে রয়েছে বিপ্লবদের ঘাম ঝড়ানো শ্রম। ঘরে ঘরে মোবাইল ফোন ব্যবহারের জনপ্রিয়তার পিছনেও রয়েছে বিপ্লবের মতো খেটে খাওয়া হাজারো মানুষের ছোঁয়া। যারা জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি দেয়, শুধুমাত্র তাদের প্রিয়জনদের মুখে হাসি ফুটানোর জন্য। বিপ্লবরাও স্বপ্ন দেখে সুন্দর একটা ঘর বাধার। তাদের মাঝে কেউ কেউ সফল হয় কেউ কেউ হারিয়ে যায় সময় ও বাস্তবতার অতল গহ্বরে।

কেউ কেউ আবার হয়ে উঠে পরিবার, গ্রাম, সমাজ ও দেশ ছাপিয়ে বিশ্ব বরেন্ন। এমনই অতি সাধারণ এক বিপ্লব সংগ্রাম করে অসাধারণ কিছু করার। প্রতিনিয়ত ঘাত-প্রতিঘাত, বাধা-বিপত্তি পেরিয়ে সেও একদিন খুজে পায় তার গন্তব্য। কিন্তু হারিয়ে ফেলে তারচেয়েও বেশি কিছু!!' প্রিয় পাঠক বন্ধুরা আমি আশা করি বইটি সকলের হৃদয় ছুয়ে যাবে এবং বইটি পাঠ করে সবাই আনন্দও পাবে। মেধা শ্রম দিয়ে যারা বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছে তাদের আবেগ অনুভূমি বইটিতে তুলে আনার চেষ্টা করা হয়েছ।

বইটি প্রকাশ করেছেন বৈশাখী প্রকাশ। একুশে বইমেলা ২০১২ তে পাওয়া যাবে। মূল্য : ১০০ টাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।