আমাদের কথা খুঁজে নিন

   

যেমন হয় আন্তজার্লিক জগত

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আন্তজার্লিক জগত শব্দটা বেশ কানে লাগার মতো। ভার্চুয়াল জগত বললে মনে হয় লোক জন চিনবে বেশি। ম্যাসেঞ্জার, জি টক, চ্যাট, সো্শ্যাল নেটওয়ার্কি সাইট গুলার বদৌলতে ভার্চুয়াল জগত পরিনত হয়েছে অতি পরিচিত শব্দে। কেউ কেউ এই জগতটাকে সেকেন্ড লাইফ হিসেবে অবিহিত করেন। তবে সেকেন্ড লাইফ টার্মটার শুরু আন্তর্জালিক এই জতগটা নিয়ে একটা লেখা লেখার ইচ্ছা ছিল।

কিন্তু এ্কটা লেখা শেষ করার পর ভুল করে জানালা মানে উইন্ডো বন্ধ করে দেয়ায় সর্বনাশটা হয়েছে। এখন বেশ রাগ লাগছে। যাই হোক পরে কোন সময় আবার লিখে লেখাটা দিব। তবে এখন একটা ছবি শেয়ার করি। ভার্চয়াল জগত থেকে পাওয়া একটা ছবি।

ছবির ট্যাগলাইন- যেমন হয় ভার্চুয়াল জগত। বেচারার মনে করার ধরণ দেখে বেশ হাসি পেয়েছে আমার। কি মনে করলো আর আসল বিষয়টাইবা কি!!! কি আর করা!! এরই নাম আন্তর্জালিক জগত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।