আমাদের কথা খুঁজে নিন

   

যেমন হবি তুই ...

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।

যেমন হবি তুই ...
- নাদিম
==========
কেমন হবি তুই ?
যেমনি করে রাত বিরেতে স্পর্শ দিয়ে ছুঁই
ঠিক তেমনী হবি তুই।

চায়ের কাপে তুফান তুলে
পড়ছি যখন নিজ কবিতার বই,
একটু খানি মুচকি হেসে
চুলে দিবি বিলি কেটে খুব আবেগে সই।
ঠিক তেমনী হবি তুই।

Acoustic এ তোলা আছে যে কয়েকটি সুর
তাই দিয়ে খুব গান হয়ে যাবে
কখনও সুর অথবা বেসুর !
জোছনারা সব ম্লান হয়ে যাবে
রাত চলে যাবে শুভ্রতায়,
রবীন্দ্রনাথের গান হবি তুই
ভালোবাসা নিংড়ানো মুগ্ধতায় ।

টাই টা এখনও বাধতে শিখিনি
খুঁজে নিবো তোকে সকালে,
খুব গোপনে বেঁধে দিবি তুই
স্পর্শ রেখে এই কপালে ।

(১৭-০১-২০১৪)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।