আমাদের কথা খুঁজে নিন

   

আমি যেমন আছি

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

আমার কতগুলো বিনিদ্র রাত কেটেছে শুধু তোমার কথা ভেবে ভেবে, সে কথা তুমি বেমালুম ভুলে আছ। তোমার রেখে যাওয়া সহস্র স্মৃতি প্রতিনিয়ত কেবল আমাকেই পোড়াচ্ছে, তবুও কেবল তুমিই ভালো আছো। আমার কবিতার বইয়ের পাতায় পাতায় জমেছে কষ্টের ধুলো, তবুও খুব অবেলায় বইয়ের মলাট উল্টে-পাল্টে খুঁজি হারানো পংক্তি কিংবা খুব প্রিয় কিছু কথা। আমি অবাক হয়ে দেখি সেখানেই নেই কোন কবিতা, নেই কোন প্রেম, ভালোবাসার ছোঁয়া। শুধু ধূসর এক একটি পাতায় লিখা হচ্ছে আমার এইসব দিন-রাত্রির কথা, যেখানেই কেবলই হাহাকার, দুঃসহ যন্ত্রনার কথপোকথন। তবে কি একেই বলে ভালোবাসা? একেই কি বলে প্রেম? শুধু অশ্রু ছাড়া আমার আর নেই কোন উত্তর। তবুও শুধু তোমাকেই ভালোবেসে আমি ভালোআছি, আমার ভালোবাসা কেবল, আজ আর আগামীর তোমাকে ঘিরেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।