আমাদের কথা খুঁজে নিন

   

আব্বার আবদার - - BPL এর অনুষ্ঠান দেখার পর র র র

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে বিকেলে আড্ডা দিতে গিয়ে খবর পেলাম আজ উদ্বোধনী অনুষ্ঠান , , ভারত থেকে নাকি নর্তক নর্তকী আসতেছে , , আর আমাদের ভালগারদের নাচানাচি তো আছেই , , তাড়াতাড়ি বাসায় আসলাম বিনা টিকেটে একটু মজা লুটার জন্য । বাসায় এসে দেখি সবাই রেডি , আমিও জয়েন করলাম । সবি ঠিক ঠাক চলতেছিল , , ঋতুপর্ণার ঊলা লা লা তখনও মোটামুটি ঠিক , , ,আরও কিছুক্ষণ পর বাপ্পী লাহেড়ী সোনার শিকল পরে আবার ঊলা লা লা , , এবার হল বিপত্তি , , , আব্বা এবার এ গান টা নিয়ে বেশ আগ্রহী , , , কিছুক্ষণ পর আমাকে তলব করিয়া কহিল এই গান এর সিনেমাটা দেখতে চান , , , আমার মাথায় বাঁশ আব্বায় কয় কি , , নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম , ফালতু সিনেমা , কাহিনী নাই , হূডাই , ডিভিডি আঊট অফ মার্কেট , , , ,কিছুই কামে দিল না , , , অবশেষে আমাকে একচোট গালাগাল করে , , , আব্বা নিজেই আগামীকাল যাচ্ছেন রাইফেল স্কয়ারে , , , ( কি যে করি বুজতেসি না , , মুভিটা তো আমার পিসিতেই আছে কিন্তু , , , , , ) * সকলের দোয়া প্রার্থী আল্লাহ যেন এই বিপদ থেকে রক্ষা করে * গুরুচণ্ডালী ও বানান ভুল ক্ষমা করবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।