আমাদের কথা খুঁজে নিন

   

আক্কেল আলীর আক্কেল হল বাসর রাতে (ফালতু ছড়া)

https://www.facebook.com/JelABC আক্কেল আলীর বয়স এখন ছোত্রিশ, বিয়ের জন্যে পাত্রী দেখেছেন গোটা বিশ। এই ভালো তো সাই ভালো না আবার ওটা ভালো তো, আর থাকে না। আক্কেল আলীর মনটা ভীষণ খারাপ, বিয়ের জন্য মেয়ে কথায় পাই! কষ্ট দেখে আক্কেল আলীর বন্ধু দিল সন্ধান এক সুন্দর পাত্রীর। কাঠ ফাটা গরমে গেলেন ভাই- সূট প্যান্ট পরনে, ঘণ্টা খানেক প্রতীক্ষার পরে, এলেন মেয়ে সপরিবারে। আক্কেল আলীর মনটা আজ ভালো, অনেক দিন পর আজ তার মেয়ে পসন্দ হল। বাবা কহিলেন ওরে আক্কেল! মেয়ে যে বেজায় ছোট? মাথা নিচু করে- বাবা তবুও মেয়েটা ভালো, যেমনি শিখাবে তাই করবে ও, এটাই কি নয় কাম্য? কি আর করা! আক্কেল আলী করলেন বিয়ে অবশেষে, মহা ধুমধাম, পাড়া পড়শির ঘুম হারাম। অনেল স্বপ্ন বুকে নিয়ে গেলেন ভাই বসর ঘরে, একি দশা? বউ যে তার কান্নায় যাচ্ছে মূর্ছা শত চেষ্টা বৃথা করে বউ গেলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে। আক্কেল আলী একলা বসে ভাবে বউ কি তার কনো দিনো হাসতে পারবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.