আমাদের কথা খুঁজে নিন

   

লুলের শ্রেণীবিভাগ

এই জীবনে উঠিতে বসিতে চলিতে ফিরিতে অনেক লুলায়িত ব্যক্তির সাথে এই অধমের সাক্ষাত্‍ হইয়াছে । অনেক সময় তাহাদিগের সহিত বন্ধুসুলভ আচরণ করিতে হইয়াছে আবার কখনো বা শত্রুসুলভ আচরণ করিতে হইয়াছে:@ আবার এমনো অনেক ব্যক্তি বর্গের কবলে পড়িতে হইয়াছে যেইখান হইতে বাহির হইতে গিয়া আমাকে ১৪তম গোষ্ঠির নাম ঠিকানা পর্যন্ত স্মরণ করিতে হইয়াছে । এত সব অভিজ্ঞতা একত্র করিয়া আমার গবেষণা লব্ধ ফলাফলের উপর আস্থা জ্ঞাপন করিয়া লুল রে আমি ৫টি বিভাগে বিভক্ত করিয়াছি । সে গুলো নিচে অত্যন্ত আন্তরিকতার সহিত উপস্থাপন করা হইল । ১. অবুঝ লুল : কোনকিছু সম্বন্ধে ইহাদিগকে যতই বোঝানো হোক না কেন , ইহারা কোনমতেই বুঝিতে সক্ষম হয় না ।

তখন ইহাদিগকে কঠিন ভাবে শাসন করিলে করুণ ভাবে তাকাইয়া থাকে , যেন তাহারা সাম্প্রতি এতিম হইয়া গিয়াছে । ২. আঁতেল লুল : বিদ্যালয়ের সকল ছাত্র যখন ছুটি হইলে আনন্দে আত্মহারা হইয়া যায় তখন এই জাতীয় ছাত্ররা বিদ্যালয়ে আসিয়া অধ্যয়ন করিতে না পারার মনোকষ্টে ভুগিতে থাকে । ৩.বুজদার লুল : ইহারা সকলের থেকে এক লাইন বেশি বুজিয়া সবকিছুকে তালগোল পাকাইতে বিশেষ দক্ষতা অর্জনকারি লুল সমাজ । ৪.আত্মভোলা লুল : ইহাদিগকে সহজে প্রভাবান্বিত করা যায় । ৫. লুলায়িত লুল : উপরে বৈশিষ্ট্য গুলো যদি একজন ব্যক্তির উপর বিদ্যমান থাকে তাহলে তাকে লুলায়িত লুল বলিয়া ডাকা যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।