আমাদের কথা খুঁজে নিন

   

লুলের আওয়াজ শোনা যায় (লুবিতা-৪)

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

দীর্ঘ সময় অনুপস্থিত থেকে যখন কোন আনন্দে কিংবা বেদনায় নির্জন পায়ে চলে আসি আগের স্থানে অবাক হয়ে দেখি, কি আশ্চর্য! এখনো লুলের আওয়াজ শোনা যায়। কখনো গভীর রাতে তৃষ্ণায় গলা শুকিয়ে গেলে জেগে উঠে দেখি নিস্তব্ধতার চাদরে মোড়া জনপদ। এমন সময় অদূরে একটু শব্দ পেলে... দৃপ্ত পয়ে এগিয়ে যাই। একটু কান পেতে থাকি, আশ্চর্য! এখনো লুলের আওয়াজ শোনা যায়। যখন এই জনপদে নতুন কোন তরুণীর আগমন ঘটে সেই তরুণী বলে ফেলে তার একান্ত কিছু কথা। তরুণীর একান্ত কথামালায় মুগ্ধ হয়ে যখন ভালোলাগাটুকু ব্যক্ত করতে যাই আবারো অবাক হই, কি আশ্চর্য! এখনো লুলের আওয়াজ শোনা যায়...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।