আমাদের কথা খুঁজে নিন

   

মোটরবাইক প্রেমীদের জন্য

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ক্লাস ফাইভে থাকতে বাইক চালানো শিখি, তাও আবার হোন্ডা এইচএস১০০। পা মাটি ছুতে পারতো না বলে পিছনে বড় কাউকে সাথে নিতে হতো যেন ব্রেক করলে তিনি পা দিয়ে গাড়ীর ব্যালেন্স রাখতে পারেন। বাজারে নতুন কি বাইক এলো, কেমন দাম, কোনটার কেমন পারফরমেনস ইত্যাদি নিয়ে প্রায়ই বন্ধুদের সাথে কথা বলি। সোজা কথায় বাইকের প্রতি হালকার উপর ঝাপসা প্রেম আছে। নিজে যখন বাইক কিনতে চাইলাম তখন কোনটা কিনবো, সেটা কেমন হবে, পারফরমেন্স কেমন ইত্যাদি জানতে নেট এর হেল্প নিলাম।

অনেক ইন্ডিয়ান সাইট রয়েছে এ সম্পর্কে। সেখানে বিভিন্ন লোক তার বাইক চালানোর অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করেছেন, ফলে আরেকজন সহজেই বুঝতে পারছেন গাড়িটি তার জন্য ভালো হবে কি মন্দ হবে। কিন্তু আমি এমন জিনিস দেশীয় কিছু পেলাম না। তাই ভাবলাম নিজেই একটি করে ফেলি। করেও ফেললাম।

সময় পেলে ভিজিট করে দেখতে পারেন- http://www.motorcyclevalley.com/ বাংলাদেশে পাওয়া যায় এমন ব্রান্ডের মোটরসাইকেলের দাম, স্পেকস, ছবি সবই দেবার চেষ্টা করছি। প্রতি নিয়তই নতুন নতুন গাড়ি এড করছি। যারা বাইক চালান তারা এখানে আপনার গাড়ি সম্পর্কে মতামত দিলে অন্যের সুবিধা হবে সেই বাইক কেনার সিদ্ধান্ত নিতে। স্বাগতম সবাইকে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.