আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ একদিন

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী ‘তোমার তো এমন থাকবার কথা নয়’- বলেই চোখটা নামিয়ে নিলে তুমি; তোমার স্বরে কোন মাধুর্য বা দৃঢ়তা নেই তোমার কন্ঠনালীতে জড়তার ঘন জংগল চোখের নিচে অমাবস্যার নির্জন রাত্রি যেখানে থাকার কথা সুখ সেখানে বেদনার কালো গহবর যেখানে থাকার কথা প্রেম সেখানে ঠিক… নাহ , আমি বুঝতে পারছি না কিছু তোমার দীর্ঘ চুল বেয়ে সুখেরা নেমে আসবে তোমার মিষ্টি হাসিতে আমার বুকটা হঠাৎ করে কেঁপে উঠবে এতদিন পরে আজকে আবার আমি নিজেকে ভীষণ অসুখী ভাববো এমনই তো হবার কথা ছিলো; খুব চঞ্চল থাকার কথা ছিলো তোমার তোমার জীবনের সুখের গল্পে আমার হৃদয়ে রক্তক্ষরণ হবার কথা নীরবতা তোমাকে যেন মানাচ্ছে না ‘তোমার তো এমন থাকবার কথা নয়’- বলেই চোখটা নামিয়ে নিলাম আমিও । (হঠাৎ একদিন, ডি মুন, ০৩/০৭/২০১৩, রাত০৩;২৫)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।