আমাদের কথা খুঁজে নিন

   

‘গায়েবি অভিযোগ’

মতিঝিলে রোববার রাতে সহস্রাধিক নিহত হয়েছে দাবি করে তাদের জন্য বিএনপির গায়েবানা জানাজার প্রতিক্রিয়ায় তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “তারা গায়েবি অভিযোগ এনে গায়েবি জানাজা পড়েছে। ”
গণজাগরণবিরোধী হেফাজত গত রোববার ঢাকা অবরোধের পর মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দেয়। রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের তুলে দেয়।
ওই অভিযানে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। পুলিশ বলছে, অভিযানে কেউ নিহত হয়নি।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “সাভার ট্রাজেডির পর খালেদা জিয়া কিছু বাস্তবতা বিবর্জিত অসত্য কথা বলে জনমনে উত্তেজনা সৃষ্টির নির্লজ্জ প্রয়াস চালিয়েছিলেন।
“একই কায়দায় মতিঝিলে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের গুজব ছড়াচ্ছেন। মিথ্যাচার প্রতিষ্ঠিত করার জন্য গায়েবানা জানাজা পড়েছেন এবং দুদিন হরতাল ডেকেছেন। ”
হেফাজতের টানা অবস্থানের পেছনে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিলো বলে কয়েকজন মন্ত্রীর বক্তব্যে দাবি করা হয়েছে।
হেফাজতকে মতিঝিল থেকে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রশংসা করেন আওয়ামী লীগ নেতা নাসিম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।