আমাদের কথা খুঁজে নিন

   

গায়েবি কলম

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

তুমি তো লেখক প্রভু, করেছো রচনা অসীম জগৎ, বস্তু ও আলোর কণা, কণায় কণায় টান, অশ্রুত টংকার-- রচেছো এ রং-রূপ রূপের আকার। রচেছো দৃষ্টি শ্রুতি স্বাদ অনুভব রচেছো বাতাস তাতে নানা সৌরভ রচেছো সুর ছন্দ তাল নয় গীত রচেছো নয়ন সুখ, চোখের অতীত। দিনে রবি রাতে শশী, তারায় খচিত আকাশ, অদেখা ভিত তোমারই রচিত। কোন সে ভাষায় প্রভু, গায়েবি কলমে এতো কিছু রচিয়াছো বুঝি না অধমে। বুঝিয়াছে যারা তারা জ্ঞানী-বিজ্ঞানী হরফবিহীন তব বয়ানের ধ্যানী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।