আমাদের কথা খুঁজে নিন

   

রোয়ান অ্যাটকিনসন এবং তার অনবদ্য স্টেজ পারফরম্যান্স [একটি ভিডিও ব্লগ]

Youth cannot know how age thinks and feels. But old men are guilty if they forget what it was to be young. ইউটিউবে ভিডিও দেখার বেলায় আমি একটি নিয়ম মেনে চলি। তা হল, বিষয়বস্তু নির্বাচন করে সে ভিডিও এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো এক বসায় যতটুকু সম্ভব, দেখে ফেলার চেষ্টা করা। তো গত পরশু বিকেলবেলা কয়েক ঘন্টাব্যাপী ইউটিউব অভিযানের শুরুতেই ভুত চাপল, মিস্টার বিনের এপিসোডগুলো একবার দেখার। মিস্টার বিন কার না ভালো লাগে বলুন? আমি যতবার দেখি ততবারই হাসি। কিছুক্ষণ পুরোনো এপিসোডগুলো দেখার পর ইউটিউবের ডান পাশের সাজেশন বক্সের বদৌলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করি, রোয়ান অ্যাটকিনসন কর্তৃক সৃষ্ট ভিন্ন এক জগতে।

এ জগতে অ্যাটকিনসন একজন স্টেজ পারফর্মার। স্টেজ পারফর্ম্যান্স করলেও এখানে কিন্তু তিনি বিন্দুমাত্র কম যান না। নিজের স্বকীয় অভিনয়বিদ্যার মাধ্যমে এখানেও তিনি দর্শকদের মন জয় করে নেওয়ার ক্ষেত্রে সমান পারদর্শীতার পরিচয় দিয়েছেন। আজকের এই পোস্টটি আমি সাজিয়েছি, স্টেজে রোয়ান অ্যাটকিনসনের বেশ কিছু অনবদ্য কীর্তির নমুনা দিয়ে। আশা করি এগুলো দেখলে আপনাদের খারাপ লাগবে না।

**** রোয়ান অ্যাটকিনসনের সাথে একটি অদৃশ্য ড্রাম কিটের যুগলবন্দী করা হলে কি পাওয়া যাবে? জানতে হলে চটপট দেখে ফেলুন এই ভিডিওটি। **** এটি একটি টকশো। আমন্ত্রিত অতিথি একজন মৌমাছি চাষি। বাজে উপস্থাপনা অধিকাংশ ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার কি তা হবে? **** এবারের টকশোতে আমন্ত্রিত অতিথি হলেন, বিখ্যাত গায়ক এল্টন জন, থুক্কু জন এল্টন।

না না এল্টন জন, হুম জন এল্টন না হওয়ার কথা ছিল তার সঠিক নাম.....? **** রোয়ান আপনাদের শিখাবেন কি করে একটি ডেইটে গিয়ে আপনার সঙ্গীকে পাগল করে দিয়ে আসতে হয়। **** বিথোভেনের নয় নম্বর সিম্ফোনি শুনুন অ্যাটকিনসনের গলায়, সরি সরি, অ্যাটকিনসনীয় ভাষায়। পুরাই পাঙ্খা। **** একবার ভাবুন তো আমাদের আপাত দৃশ্যমান এই জগতে কোনো অদৃশ্য মানব বসবাস করলে কি হত? না ভাবাই যায় না...... বড্ড বেশী সুবিধা পেয়ে যেত সে। কি কি সুবিধা পেত তার সামান্য নমুনা চলুন দেখে আসি।

**** একটি ছেলের করুণ মৃত্যুর ঘটনা কি কেউ কখনো হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করতে পারে? তাও আবার ছেলেটির অসহায় পিতার কাছে? অ্যাটকিনসন থাকতে চিন্তা কোথায়? হাসিয়েই ছাড়বে আপনাকে। **** যারা ইতিমধ্যে প্রথম ভিডিওটা দেখে ফেলেছেন তাদের নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না, এই ভিডিওটি কি নিয়ে। বুঝতে না পারলেও সমস্যা নেই, নির্দ্বিধায় দেখে ফেলুন। অ্যাটকিনসনীয় ভাষা সব বয়সের জন্যে, সব কালের জন্যে। **** এবার অ্যাটকিনসনকে দেখুন পিজা রাধুনী হিসেবে।

ছোট ভিডিও, কিন্তু হাস্যরস সেই আগের মতই আছে। **** এবার অ্যাটকিনসনের অভিনয় দেখুন ইন্ডিয়ান হিসেবে। **** অ্যাটকিনসন এবার আপনাদের নিয়ে যাবে নরকের অভ্যন্তরে। চিন্তা করবেন না। হাসতে হাসতে বের হবেন আপনি।

**** দেখুন কিভাবে বিথোভেনের পঞ্চম সিম্ফোনি পরিচালনা করতে হয়। **** এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে সবচেয়ে মজার মনে হয় এটাই। যারা সুশীলগিরি দেখাতে গিয়ে এই ভিডিও দেখবেন না সত্যি বলছি, বিরাট জিনিস মিস করে ফেলবেন। মারাত্মক হাসির এটা। **** পাঠকগণ, আশা করি আপনারা প্রায় সবগুলো ভিডিও এরই মাঝে দেখে ফেলেছেন।

পাঁচ নং ভিডিওটিতে অ্যাটকিনসন, খাতা আনতে ভুলে গিয়ে কিছু আবোল তাবোল ভাষা বলা শুরু করে দেয়। চলুন তবে দেখে আসি, পাগল মশাই সেখানে কি বলেছিলেন। Berlin, Hamburg, Schuhmacher(একজন বিখ্যাত এফ১ রেসিং চালক), Baden-Baden(জার্মানির একটি শহর, স্পা নগরী হিসেবে বিখ্যাত), Lederhosen(এক ধরণের ঐতিহ্যবাহী জার্মান পোশাক), schnell schnell schnell(জার্মান শব্দ। অর্থ দ্রুত কর), ja ja(জার্মানঃ হ্যা হ্যা), nein nein(জার্মানঃ না না), apfelstrudel(আপেলের তৈরি পেস্ট্রি), Hoffmeister(সম্মানিত জার্মান নাম) und Holstenpils(বিখ্যাত জার্মান বীয়ার), Achtung(অ্যাটেনশন), Liebfrauenmilch(জার্মানির তৈরি একপ্রকার মদ) in Porsche(বিখ্যাত পোর্শে কোম্পানি), Umpa, Vorsprung durch Technik(জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি এর শ্লোগান। অর্থ হল প্রযুক্তির মাধ্যমে অগ্রগতি), Sonne(সূর্য) und Blitzen(সান্তা ক্লজের হরিণ), britischer Architekt(ব্রিটিশ স্থপতি), Schweinhund(জার্মান গালিঃ কুত্তা-শুয়োর), Dummkopf(গাধা), ein Bier bitte(একটি বীয়ার দিন প্লিজ), Jürgen Kliensmann(বিখ্যাত জার্মান ফুটবলার) ist kaputt(ধ্বংস), Babalsberger, Himmel(আকাশ অথবা স্বর্গ) Bumm-Bumm(মানুষের পশ্চাৎদেশ), ich bin ein Berliner(আমি বার্লিনের অধিবাসী), Kindergarten, Glühwein(মদ), Wo ist sein Skipass?(তোমার টিকিট কই?), Edelweiß singt Kapitän(ক্যাপটেন এদেলভিস গাচ্ছেন, এদেলভিস একটি জার্মান গান) von Trapp(জার্মান নাম), Dankeschön(ধন্যবাদ), auf Wiedersehen(খোদা হাফেয)।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।