আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সাস্ট তোকে অনেক মিস করি.......!!!!!

দিন টির কথা এখনও স্পষ্ট মনে পড়ে। ৩০ জুন ২০০৭। ক্যাম্পাস শুরু হবার ঠিক আগের দিন। চারপাশের সব নতুন মুখ আর নতুন কিছু স্বপ্নের ছড়াছড়ি। তার ভিড়ে ছোটো ছোটো পরিচয়।

জীবন কে আবিষ্কারের নেশা। ধীরে ধীরে জগত টা বড় হতে থাকে। ধুয়ার ঘূর্ণিতে চা এর কাপে এক চুমুক কিংবা অসমাপ্ত হাজারো আড্ডার ভিড়ে মিশে যায় বেঁচে থাকার ভিন্ন স্বাদ , জন্ম নেয় অর্থহীন কিছু বিচিত্র ভাল লাগা। একটা ঘোরের মাঝে কেটে যায় অদ্ভুত সব মুহূর্তগুলো। দিন শেষে ফিকে হয়ে আসে অব্যক্ত ভাল লাগা,আপন ভুবনে হারিয়ে যায় এক এক করে সব চেনা মুখ, বদলে যায় পরিচিত জগত টা।

ছন্নছাড়া রঙ্গিন জীবন টা হয়ে যায় অনেক টা বর্ণহীন শৃঙ্খলতায় আবদ্ধ । তবু থেকে যায় অবশিষ্ট পিছুটান। ঠিক ৬ বছর পরেও তাই আজ সেই দিনটা একটু পেছন ফিরে দেখা........ প্রিয় সাস্ট তোকে অনেক মিস করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.