আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব প্রিয় মানুষ, প্রিয় লেখক জোস্টেইন গার্ডারের দৃষ্টিভঙ্গি

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

সোফি'জ ওয়ালড বইটা যখন ইন্টারন্যাশনাল বেস্টসেলার দেখে কিনেছিলাম পুরাতন এক বইয়ের দোকান থেকে, সিংগাপুরে এসে প্রথম দিকে; তখন সামান্যতম ধারনা ছিলোনা আমি কি হাতে নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। এরপরের দিনগুলো ঘোরের মতো কেটেছে। শুয়ে, বসে, খাবারের টেবিলে, স্নানের ঘরে, ক্ষিধা বা পরীক্ষা উপেক্ষা করে গোগ্রাসে পড়তাম ইয়া মোটা বইটা। যারা সোফি'জ ওয়ালড পড়েন নি তাদের জন্য বলি, বইটা পৃথিবীর দর্শনের (মূলত ওয়েস্টার্ন ফিলোসফি) উপরে কিন্তু লেখা একটা চমৎকার রোমাঞ্চ উপন্যাসের আদলে। দর্শনের মতো কাঠখোট্টা বিষয়কে সোফি নামের এক কিশোরীর সাথে এক রহস্যময় ব্যক্তির আলাপ, কথোপকথন আর অনেক নাটকীয় ঘটনার ঘনঘটায় এমনভাবে লিখেছেন এর লেখক, যে নিমিষেই জোস্টেইন গাডর্ার পাঠকের খুব পছন্দের লেখকে পরিণত হবে।

আমারও হয়েছিলো। সোফিজ ওয়ালড অনুদিত হয়েছে 53 ভাষায়, বিক্রি হয়েছে তিন কোটির বেশি। আতিপাতি করে তার অন্য বই খুঁজেছি। "সলিটেয়ার মিস্ট্রি" পেয়েছি। বইটার কয়েকটা রূপক জায়গার অর্থ এত তীব্রভাবে স্পর্শ করেছে, আমার চোখ অশ্রু সজল হয়েছে অন্য আবেগে।

কোন দু:খে বা ব্যাথায় না, তীব্র রহস্য, এর রূপক এবং তার অর্থ থেকে। কোথাও কোন রূপকের ব্যাখ্যা নেই, অথচ আপনার ভিতর থেকে আপনি জানেন কি অসম্ভব অর্থই না আছে সেখানে। সেই বইয়ের কথা অন্য দিন। বিশ্বসাহিত্যের অসাধারন লেখক হিসেবে শিক্ষক থেকে লেখকে রূপান্তরিত জোস্টেইন গার্ডারের যুদ্ধবিরোধী বক্তব্য পড়ার সৌভাগ্য হলো আজকে। নওরয়ের শীর্ষ পত্রিকায় প্রকাশিত তার বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি প্রতিফলন করে পৃথিবীর একজন সচেতন মানুষের মনটাকে।

মূল ইংরেজীতেই তুলে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।