আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মুভির প্রিয় ডায়ালগ সমূহ! (পাঠকের কন্ট্রিবিউশন সাদরে গ্রহণ করা হইবেক)

বুকের ভেতর বহুদূরের পথ.........

আগেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কিছু কিছু ডায়ালগ একটু নটি কিসিমের { } { } পাঠকদের অনেকেই কন্ট্রিবিউট করেছেন। তাই পোস্টের সব কমেন্ট অবশ্যই পড়ার অনুরোধ করছি। মুভির নাম: নাটি প্রফেসর পটভূমি: চরম মোটকু প্রফেসর যখন প্রথম বার চিকনা হইলো (এডি মারফি).... ডায়ালগ: শরীরের নীচের দিকে তাকিয়ে, I can see my d**k! I can see my d**k!! মুভির নাম: জেরী ম্যাকওয়া পটভূমি: টম ক্রুজ বিমান ভ্রমণ শেষে বান্ধবীর এপার্টমেন্টে..... ডায়ালগ: Don't......(হাঁপানোর আওয়াজ)........ever (আরো হাঁপানোর আওয়াজ)..........stop (আরো বেশী হাঁপানোর আওয়াজ)........ ****ing me! মুভির নাম: আইজ ওয়াইড শাট পটভূমি: এক পার্টিতে নিকোল কিডম্যান দেখে তার স্বামী টম ক্রুজ দুই সুন্দরীর সাথে ফ্লার্টিং করতেছে। বাসায় ফেরার পর সে চার্জ করে স্বামীকে..... ডায়ালগ: Did you...........by any chance...........happen to........**** those two women? (খুব চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলা হচ্ছিলো। মুভির নাম: দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে পটভূমি: সবাই জানে, তারপরও বলি।

ঐযে, কাজল ট্রেনে উঠার আগে। রাজ, আগার ইয়ে লাড়কি তুঝে পেয়ার করেগি তো....... ডায়ালগ: পালাক......পালাক.......পালাক! মুভির নাম: সেভিং প্রাইভেট রায়ান পটভূমি: বহু দূরের পথ পাড়ি দিয়ে, অনেক বিপদের মোকাবেলা করে অবশেষে টম হ্যাংকস আর তার ক্ষুদে বাহিনী দেখা পায় প্রাইভেট রায়ানের। কিন্তু যুদ্ধের ময়দান থেকে দেশে ফিরে যাওয়ার কথা শুনে সে বেঁকে বসে। কাপুরুষের মত পালিয়ে যাবেনা সে। তখন তাকে দেশে ফিরিয়ে নেবার মিশনে আসা সৈনিকদের একজন প্রচন্ড রেগে তাকে কিছু কথা শোনায়।

ডায়ালগ: সংলাপ গুলো পুরোপুরি খেয়াল নেই কিন্তু সারমর্ম অনেকটা এরকম- তোমাকে খুঁজতে এসে আমাদের দলের একজন মারা গেছে, কয়েকজন আহত। আমরা এতদূর থেকে এত বিপদের মধ্যে এসেছি শুধুমাত্র তোমাকে ফেরত পাঠাতে আর এখন তুমি বলছো তুমি যাবেনা! তুমি পাইছো কি? মুভির নাম: টোটাল রিকল পটভূমি: শোয়ার্জেনগারের প্রেমিকা আর বউ (Sharon Stone) মারামারি করে। শেষ পর্যন্ত প্রেমিকার জয় হয়। তারপর শোয়ার্জনগারের সাথে তার কথা হয়। ডায়ালগ: Is this your wife? (Reply: Yeah!).......what a bitch! মুভির নাম: গডফাদার পটভূমি: ডন ভিটোর (মার্লোন ব্র্যান্ডো) বড় ছেলে সনি মারা গেছে।

তার কফিন বানানোর জন্য একজনকে ডেকে এনেছেন ভিটো। ছেলের লাশ সামনে নিয়ে হঠাৎ আবেগে আক্রান্ত হয়ে বলে উঠলেন, ডায়ালগ: Look! what they have done to my boy! পুরো মুভিতে গডফাদার (ব্র্যান্ডো) মনে হয় এই একবারই সেন্টিমেন্টাল হয়ে যান। দৃশ্যটা মনে করলে এখনো চোখ ঝাপসা হয়ে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.