আমাদের কথা খুঁজে নিন

   

আমার দ্বিতীয় অনুবাদ- ডার্কলি ড্রিমিং ডেক্সটার- বাতিঘর প্রকাশনী

নম্রভদ্র ডেক্সটার মরগ্যান, কাজ করে মায়ামির পুলিশ ডিপার্টমেন্টের ব্লাড-টেকনিশিয়ান হিসেবে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানে না সে একজন সিরিয়াল কিলার। তার খুন করার ধরণ আর উদ্দেশ্য একেবারেই অভিনব। সুদূর অতীতে এক লোমহর্ষক ঘটনা তার মানবমনে সৃষ্টি করেছে দানবীয় এক শক্তির। সেই শক্তি জেগে ওঠে, খুন করে এমন সব মানুষকে যারা বেঁচে থাকলে অসংখ্য নিরীহ জীবন বিপদাপন্ন হয়ে উঠবে।

এখানেই আর সব সিরিয়াল কিলারদের সাথে লাজুক আর হ্যান্ডসাম ডেক্সটারের পার্থক্য। কিন্তু দৃশ্যপটে এখন হাজির হয়েছে ঠিক তারই মতো একজনের। একের পর এক খুন করে চলেছে সেই খুনি। ডেক্সটার ধন্দে পড়ে যায়-মনের অজান্তে কি সে নিজেই এসব করে যাচ্ছে? নাকি সত্যি আরেকজন খুনির আবির্ভাব ঘটেছে? ডেক্সটারের সাথে সাথে পাঠকও ধন্দে পড়ে যাবেন নিঃসন্দেহে কিন্তু শেষটায় এসে চমকে যেতে বাধ্য হবেন সবাই। পাওয়া যাচ্ছে বইমেলায় বাতিঘর প্রকাশনীর স্টলে।

অনুবাদ : শরীফুল হাসান, পৃষ্ঠা : ২২৪, মূল্য : ২০০৳View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.