আমাদের কথা খুঁজে নিন

   

দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য (প্রসঙ্গ ৩১-তম BCS )

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ গতকাল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৩১ তম বিসিএস -এ প্রশাসনে ৬২ তম হওয়া কাজী আরিফ বিল্লাহর ক্যাডার পদের সুপারিশ বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য সকল নিয়োগ (ক্যাডার ও নন-ক্যাডার)- এর জন্য তাকে অযোগ্য করা হয়েছে । উল্লেখ্য, কাজী আরিফ বিল্লাহ তার অ্যাপিয়ারড সার্টিফিকেটের আগাম তারিখ দেয়া সংক্রান্ত জালিয়াতির অভিযোগে অভিযুক্ত; লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে, কাজী আরিফ তথ্য জালিয়াতি করে থাকলেও সম্পূর্ণ মেধার বলেই প্রশাসন ক্যাডারে ৬২ তম হয়েছেন, তাও জীবনের প্রথম বিসিএস এ; কিন্তু দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য। ♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ; আজ নয়তো ►►►► কাল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।