আমাদের কথা খুঁজে নিন

   

কালের ভয়

আমি খুব সাধারণ একজন ছেলে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর তড়িৎ কৌশল বিভাগের ছাত্র। জীবনটা কে একদম সোজা চোখে দেখার চেষ্টা করি। কাল আজ আবার কাল। কাল কি ছিল কি ছিল না, কাল কি হবে কি হবে না- সারাক্ষণ শুধুই এসব চিন্তা মাথায় ঘোরে।

ঘোরা তো উচিতই, কারণ গুণী জনেরা বলেছেন অতীত থেকে শিক্ষা নিতে আর ভবিষ্যতের দিকে তাকাতে। কিন্তু সত্যি কি এগুলা এতটাই গুরুত্বপূর্ণ? ঘোরে কারণ আমরা ঘুরতে দেই। আপনারা হয়তো Kung Fu Panda ছবিটা দেখে থাকবেন, ওখানে বুড়ো কচ্ছপটা একটা অসাধারন কথা বলে Yesterday is history, tomorrow is mystery, today is a gift, that’s why it’s called present. কালের চিন্তায় আমরা আমাদের সবচেয়ে বড় উপহারটাই ভুলে যাই। আমার এই লেখাটার উদ্দেশ্য সময়ের গুরুত্ব বুঝানো না। আমি একজন ছাত্র, পড়ি কুয়েটে।

খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের ক্যাম্পাস প্রায় এক মাস ধরে বন্ধ। বুঝতেই তো পারছেন এটা কোন ছুটি না। অনিবার্য (রাজনৈতিক) কারণবশত কুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েসে। কি হয়েছে কে করেছে কিভাবে করেছে ওসব কথা থাক, মূল কথা হল আমাদের পড়াশুনা পিছিয়ে গেল।

আমাদের মহামূল্যবান সময় নষ্ট হল। দেখলেন আবার ভবিষ্যতের কথাই চলে এল। ঠিকই তো আছে, এই বয়সে ভবিষ্যতের কথা ছিন্তা করব না তো কখন করব? কিন্তু এই বন্ধ আমার একটা উপকার করেছে। একটা জিনিস টের পেলাম। “ভয়”।

আমাদের মাঝে, আমার চারপাশে, আপনার চারপাশে,আমাদের সবার মাঝে। কালের ভয়। আমরা আমাদের অতীত কে ভয় করি, আমাদের ভবিষ্যতকেও। তাই আমরা প্রতিবাদ করার সাহস পাই না। অতীতে কেউ প্রতিবাদ করে আহত হয়েছে, নিহত হয়েছে,তার এই ক্ষতি হয়েছে,সেই ক্ষতি হয়েছে।

কিংবা প্রতিবাদ করলে এই ক্ষতি হবে, অই ক্ষতি হবে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভবিষ্যতকে রক্ষা করছি। তাই তো করা উচিত। কিন্তু আমরা যদি এভাবে একটা সফল ভবিষ্যৎ পেয়েও যাই তাতে কি আমাদের কোন লাভ হবে? তখন কি এই ভয়টা আমাদের মনে আরও জেঁকে বসবে না? আজ রাস্তায় কোন মেয়েকে উত্তক্ত হতে দেখেও আমরা ভয়ে কিছু বলতে পারি না,কাল যখন আমার মেয়েকে করা হবে তখন কি আমার অতীত (আজ যেটা বর্তমান) আমাকে প্রশ্ন করবে না? তখন অতীত থেকে শিক্ষা নেবার চেয়ে আমাদের আজটা কি আমরা সাহসী করতে পারি না। কিন্তু আমরা হব না, আমাদের আরও অনেক কাজ আছে।

কোন মত পড়ালেখা শেষ বিদেশে জেতে পারলেই তো বাঁচি। আমরা কেউ মুখ ফুটে বলব না আমরা আর এভাবে চলতে দিব না। ভয় লাগে ভাই, কালের ভয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।