আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রি কালের কথা

তথা কথিত কথার কথক গণের সাথেই কথা বলবো এবং শুনবো রাত তখন প্রায় ৩ টা ৪৭ মিনিট। কয়েকটি ছেলে ছোকরার দল ঠিক রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। তন্মদ্ধে দুটি ছেলে ছিলো খুবই উগ্র। কথার পাশ দিয়ে সরবার ছেলে নয়। কি জানি হয়তোবা উত্তম মাধ্যম কিছু খেয়েছিলো কিনা।

তাদের একজনের কথা শুনে তো আমি থ......। বলে কিনা আচ্ছা তোরা কি ইত্তেফাক এর মানে জানিস ? সেখান কার কেউ জানেনা। আমি জানতাম না ? পরে জেনেছি সমাপাতন বা সন্নিপাত হবে হয়তো। যায়ই হোক আরেকটা প্রশ্ন শুনেতো আমি হতবাগ বলে কিনা ডাবকা অর্থ কি ? রাতে এমন সময় এমন প্রশ্ন আসাটা অস্বাভাবিকও কিছু নয়। যা হো এটার উত্তর পাওয়া গেলো, কেউ এক জন বলে উঠলো রশালো।

যাই হোক এই শব্দ অনেকেরই অজানা থাকতে পারে। বাংলা ডিকশনারীতে বাংলা অপশব্দ অংশে এর স্বকীয় অবস্থান দেখা যায় কিন্তু অর্থটা নাই । তার পরপরই আর একজন আরো বিস্তারিত বিবরন দিতে দেখা গেলো ঠিক এভাবে আরে পাকা আম চিনিস ? যেমন রশে টুইটম্বুর ঠিক তেমনি নরম। যা ঘটছিলো তাই দেখতে ছিলাম তবে হাটতে হাটতে। আমার বাসার কাছাকাছি এসে পড়েছি ঠিক তখনি একটি পুলিশের গাড়ি এসে দাড়ালো।

একজন পুলিশ অফিসার এসে ডাক দিলো তাদের প্রথমে তারপর আমায়। তারপর আর কি তাদের উগ্র কথা বার্তা শুনে প্রথমে গাড়ীতে তুললো দুইজন কে অতঃপর বাকী সবাইকে। আমার বাসা কাছাকাছি থাকায় পরিচয় দেওয়ার পর আমায় কিছু কথা জিজ্ঞেস করে ছেরে দিলো। আর তার সাথে সমাপ্তি ঘটলো একটি রাতের সপ্ন কাহিনী। স্বপ্ন কাহিনী বলার কারন কিছু সময়ের জন্য শুধু উপলব্ধি করতে পেরেছি ঘটনাটা।

তারপর জানিনা ঐ ছেলেদের কি হয়েছিলো.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।