আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ

কবিতা সুস্মি,তুমি এ হৃদয় হতে হারালে কিভাবে না রেখে তোমার কোন চিহ্ন! তবে কি সাঙ্গুর জলে গেছ ডুবে! বিষণ্ণ শীতের রাতে ভালোবাসা ডুবেছে তোমারি সাথে- কবিতা পয়ারে বদ্ধ এ ভালোবাসা আমার; জ্যোৎস্না মরে গেল বলে মুক্তি পেল না সে আর। মুক্তি পেল না আমার ‘আমি’ যে তোমায় ভালোবাসতো জলের মতন: সাঙ্গুর সশব্দ কলকল জল, সে আজ নিঃশব্দ, শায়িত দীঘল শীত-নিদ্রা ঘোরে। শুধু মুক্তি পেলে তুমি তার মূঢ়-সঙ্গ ছেড়ে জড়িয়ে জ্যোৎস্নার শব, মিশে ঐ বন্য আঁধারে। তবু আমি, অনিশ্চয় আশায় বেঁধেছি বুক; খুঁজছি তোমায় হৃদয়ের উঁচু-নিচু ঢালু তীরে, স্মৃতির স্তূপেতে হররোজ। জানি, তুমি স্বেচ্ছায় গেছ অথবা আমারই ইচ্ছায় কিন্তু, তার কাছে তুমি তো ‘নিখোঁজ’!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।