আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় মানুষ বাড়েনি!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। ২০০৫ সালের অক্টোবরের কোন এক অলস সন্ধ্যায় বাসের জন্য দাড়িয়ে পেসক্লাবের সামনে । বাস আসে । কিন্তু কোন বাসেই দাড়াবার মতো তো দুরের কথা ঝুলে থাকার মতো জায়গা পেলাম না।

আমার মতো আরো অনেকেই দাড়িয়ে । এক ভদ্রলোক তো গেলেন ক্ষেপে। সরকারের ১৪ গোষ্ঠী উদ্ধার করে বললেন- ব্যাটারা গাড়ী বাড়ায় না। এতো কম গাড়ী্তে কি চলে? অনেকেই তাকে সমর্থন করলেন। আমি আছি অনেক দূরে তাকিয়ে ।

১২ নম্বর লেখা কোন বাস আসলেই মনে হয়- এই তো পেয়ে গেলাম। কিন্তু ১২ নম্বর ঠিকই আসে। মাগার ঝুলার কোন জায়গা পাইনা। ভদ্রলোকদের আলাপ আমার কানে গেল। বললাম, ঢাকা শহরে গাড়ী কম এটা মনে দাদা ঠিক না।

অনেক গাড়ী। কিন্তু মানুষ বেশী। তাই গাড়ীতে আর কুলোয় না। মুরুব্বী গেলেন ক্ষেপে। বললেন- কি বলেন আপনি? মানুষ তো ঠিকই আছে।

গাড়ীই বাড়ে নি। আপনার বয়স কম । জানেনও কম। বুঝিনা, আসলেই কি ঢাকা শহরে মানুষ বাড়েনি। মানুষ যদি না বাড়ে তাহলে তো আগের গাড়ীতেই চলে যাবার কথা।

কিছু কিছু মানুষ আছে যারা স্বীকার করতে চান না যে জনসংখ্যা দেশের সকল সমস্যার মূল। জনসংখ্যা সীমিত না রাখতে পারলে যতই গাড়ী বাড়ান না কেন কাজ হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।